রাজ্য বিভাগে ফিরে যান

দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

March 4, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিদায় নিয়েছে শীত। দুয়ারে দাঁড়িয়ে বসন্ত। সপ্তাহান্তে বাঙালির বসন্ত উৎসব, দোল। ভোর আর রাতের দিকে সামান্য শীতের অনুভূতি থাকলেও রোদ উঠলেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে। ঠান্ডা-গরমে মাথা চাড়া দিচ্ছে সর্দি-জ্বরের প্রকোপ।

হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলার তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রির কাছাকাছি। হোলির আগে গরমের দাপট আরও বাড়বে। কলকাতা ও আশপাশের এলাকায় তাপমাত্রা এখনই ৩০ ডিগ্রি পার করে গিয়েছে। আগামী ৪-৫ দিনে রাজ্যে দিনের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আকাশ মূলত পরিষ্কার থাকবে। তবে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে কুয়াশা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তরবঙ্গে আগামী ৪-৫ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। আজ ৪ মার্চ শনিবার সকালের মধ্যে দার্জিলিং ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎসহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সব জেলার আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে। পার্বত্য অঞ্চলে তুষারপাত ও ডুয়ার্সে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নীচু পাহাড় এলাকাতেও শিলাবৃষ্টি হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Weather Update, #West Bengal Weather updates

আরো দেখুন