খেলা বিভাগে ফিরে যান

ইতিহাসের সাক্ষী হতে চলেছে ভারত, আজ শুরু হচ্ছে প্রথম মহিলা প্রিমিয়ার লিগ

March 4, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানাদের প্রতীক্ষার অবসান হবে কয়েক ঘণ্টা পরেই। প্রস্তুতি সম্পূর্ণ। প্রস্তুত মঞ্চ। আম্পায়ার ‘প্লে’ বললেই শুরু হয়ে যাবে প্রথম মহিলা প্রিমিয়ার লিগ। পনেরো বছর আগে এক মাহেন্দ্রক্ষণের সাক্ষী ছিল ভারত-সহ বিশ্বক্রিকেট। আইপিএলের আর্বিভাব দেখেছিল গোটা দুনিয়া। পনেরো বছর পর আরও এক মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকার সুযোগ দেশবাসীর সামনে।

আজ শনিবার মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে প্রতিযোগিতার প্রথম ম্যাচে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স এবং গুজরাত জায়ান্টস। মহিলাদের প্রিমিয়ার লিগের প্রথম দিনই মাঠে নামবেন ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত। গুজরাতের নেতৃত্বে অস্ট্রেলিয়ার বেথ মুনি। দু’দলেই রয়েছেন বেশ কিছু প্রথম সারির মহিলা ক্রিকেটার। তাই শুরু থেকেই জমজমাট লড়াইয়ের আশায় ক্রিকেটপ্রেমীরা।

হরমনপ্রীত কৌর থেকে স্মৃতি মান্ধানা, জেমাইমা রডরিগেজ থেকে রেণুকা সিংয়ের মতো ভারতীয় তারকারা তো থাকছেনই, সঙ্গে থাকছেন একঝাঁক বিদেশি মুখ। সবমিলিয়ে ‘স্টার কাস্টিংয়ে ছেলেদের আইপিএল থেকে কোনও অংশে পিছিয়ে নেই ডব্লুপিএল। প্রথমবার আয়োজিত হতে চলা ডব্লুপিএলকে ছেলেদের আইপিএলের মতো জনপ্রিয় করে তুলতে চেষ্টায় খামতি রাখছেন না বোর্ড কর্তারাও। উদ্বোধনে জমকালো অনুষ্ঠানের শেষ প্রস্তুতি চূড়ান্ত।

উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চ মাতাবেন বলিউড তারকারা। কে নেই সেই আসরে! বলিউড অভিনেত্রী কিয়ারা আদবাণী, কৃতি শ্যাননের পাশাপাশি মঞ্চ মাতাবেন ‘ব্রাউন মুন্ডে’ খ্যাত ইন্দো-কানাডিয়ান পপ-গায়ক এপি ধিঁল্লো।
ক্রিকেট অনুরাগীদের মধ্যে ডব্লুপিএলের জনপ্রিয়তা গড়ে তুলতে আগেই টিকিটের দাম কম রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। টিকিটের সর্বনিম্ন মূল্য রাখা হচ্ছে ১০০ টাকা। পাশাপাশি উদ্বোধনী ম্যাচে মহিলাদের জন্য থাকছে বিনামূল্যে ম্যাচ দেখার ব্যবস্থাও। সবদিক থেকেই ডব্লুপিএল উদ্বোধনে ফাঁক রাখছেন না বোর্ড কর্তারা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Wpl 2023, #Gujarat Giants, #Women's Premier League, #Mumbai Indians

আরো দেখুন