দোলে দক্ষিণবঙ্গে বাড়ছে গরম, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ দোল উৎসবে মাতবে বঙ্গবাসী। দোল ও হোলিতে দিনভর চড়বে পারদ। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে রোদের তেজ। সেই সঙ্গে বাড়ছে অস্বস্তিকর গরম। সকাল ও রাতের দিকে হালকা ঠান্ডার মৌতাত আরও কিছুদিন থাকছে।
শুষ্ক ও উষ্ণ হাওয়ায় কলকাতা ও তার আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ প্রায় ৫৪ শতাংশ। ১১ মার্চের পর আরও বাড়বে দিনের তাপমাত্রা। অর্থাৎ উষ্ণ ফেব্রুয়ারির পর এবার উষ্ণতর মার্চের পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তরবঙ্গের দার্জিলিং-কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা। আগামী ৫দিন তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানের কিছু অঞ্চলে তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছাড়িয়েছে। আরও বাড়তে পারে তাপমাত্রা।