আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

জানেন International Women’s Day 2023-এর থিম কী?

March 8, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সারা পৃথিবীজুড়েই প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। আজও পৃথিবী লিঙ্গবৈষম্য মুক্ত নয়। সামাজিক লিঙ্গবৈষম্য দূর করার জন্যই নারী দিবস পালিত হয়। সামগ্রিকভাবে ও সমাজের সমস্ত কাজে মহিলাদের অবদানকে স্বীকৃতি দিতে দিনটি পালিত হয়। প্রতি বছর নারী দিবসে আলাদা আলাদা থিম থাকে। এ বছর আন্তর্জাতিক নারী দিবসের একটি থিম রয়েছে।

এবারের নারী দিবসের থিম হল, ‘DigitALL: Innovation and technology for gender equality’। অর্থাৎ বিজ্ঞান, প্রযুক্তিক্ষেত্রে লিঙ্গসাম্যতা। একবিংশ শতক প্রযুক্তির শতাব্দী। প্রযুক্তির অভাবনীয় অগ্রগতি হয়েছে। মানবসভ্যতা তথা গোটা পৃথিবীই প্রযুক্তির উপর নির্ভরশীল, আমাদের জীবনকেও ঘিরে রেখেছে প্রযুক্তি। সেই কারণেই প্রযুক্তি ক্ষেত্রে লিঙ্গবৈষম্য দূর করতে, এবারের থিম বেছে নেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#International women's day 2023 theme

আরো দেখুন