দেশ বিভাগে ফিরে যান

চলতি অর্থবর্ষের ৪র্থ ত্রৈমাসিকে মুখ থুবড়ে পড়েছে দেশ, আশঙ্কা বিশেষজ্ঞদের

March 9, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লাগামহীন মূল্য বৃদ্ধি, আকাশ ছোঁয়া মূল্যসূচকের হার বৃদ্ধি। আরেকদিকে, জিএসটি সংগ্রহে ক্রমশ হ্রাস। রেকর্ড হারে বেকারত্ব বৃদ্ধি। এবার জিডিপি বৃদ্ধির হার নিয়েও ঘনাচ্ছে আশঙ্কার মেঘ। প্রায় প্রতিটি সূচকের ক্ষেত্রেই দেশিবিদেশি আর্থিক সংস্থা ইতিমধ্যেই পূর্বাভাস দিয়ে ফেলেছে। তা মিলেও গিয়েছে অক্ষরে অক্ষরে।

এবার ভারতীয় অর্থনীতির জন্য আরও আশঙ্কার কথা শোনালেন ইন্ডিয়ান রেটিংসের বিশেষজ্ঞ পরশ যশরাই। তাঁর মতে, চলতি অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে মুখ থুবড়ে পড়েছে দেশ।

রবি শস্যের ফলন ভালো হলে দেশের আর্থিক হাল ফিরবে বলে আশা প্রকাশ করেছিলেন বিশেষজ্ঞরা। শীত কেটে বসন্ত এসেছে। আর্থিক সুরাহা কিন্তু হয়নি। পরেশের কথায়, পরশের কথায়, চতুর্থ ত্রৈমাসিকে বৃদ্ধির হার ৪-এর আশপাশে থাকবে। ফলে এই বৃদ্ধির হার ৭ শতাংশে পৌঁছবে না। জাতীয় পরিসংখ্যান সংস্থা এনএসও তাদের দ্বিতীয় পূর্বাভাসেও বছরভর জিডিপি বৃদ্ধির হার ৭ শতাংশ থাকবে বলে জানিয়েছিল। তবে এই পূর্বাভাসের সঙ্গে সহমত হতে পারেননি পরশ। তাঁর সাফ কথা, ‘ফেব্রুয়ারিতে যেভাবে উত্তাপ বেড়েছে, তাতে গম উৎপাদন ধাক্কা খাবে। মার্চ থেকে মে মাস পর্যন্ত দেশে তাপপ্রবাহের আশঙ্কা শুনিয়েছে আবহাওয়া দপ্তর। রয়েছে মুদ্রাস্ফীতির ভ্রুকুটিও।’ এর ফলে গ্রামীণ ভারতে চাহিদা হ্রাস পাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন যশরাই। তাতে কমবে জিডিপি বৃদ্ধির হার। উল্লেখ্য, অক্টোবর-ডিসেম্বর মাস পর্যন্ত তৃতীয় ত্রৈমাসিকে দেশের জিডিপি বৃদ্ধির হার ছিল ৪.৪ শতাংশ। চলতি অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে বৃদ্ধির হার আরও কমবে বলেই আশঙ্কা যশরাইয়ের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Indian Economy, #Economy

আরো দেখুন