খেলা বিভাগে ফিরে যান

প্রথম লেগ সেমিফাইনাল ০-০ ড্র, হায়দ্রাবাদকে ঘরের মাঠে রুখে দিল মোহনবাগান

March 9, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজকে গাছিবৌলি স্টেডিয়ামে ফার্স্ট লেগ সেমিফাইনাল ম্যাচ ছিল হায়দ্রাবাদ ও এটিকে মোহনবাগানের মধ্যে।

আজ দুই দলের মধ্যে খেলা ০-০ ভাবে অমীমাংসিত ভাবে শেষ হয় ৯০ মিনিটের শেষে। হায়দ্রাবাদের কাছে বল পজেশন ছিল ৫১ শতাংশ ও মোহনবাগানের কাছে ছিল ৪৯ শতাংশ।

কোনও দলই হলুদ কার্ড ও রেড কার্ড দেখেনি। এটিকে মোহনবাগানের ফাউলের সংখ্যা ৮ ও হায়দ্রাবাদের ফাউলের সংখ্যা ৯।

দ্বিতীয়ার্ধে একাধিক আক্রমণ হয় । এটিকে মোহনবাগানের মানভির একটি সহজ সুযোগ নষ্ট করে গোলের।

আগামী ১৩ই মার্চ সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে সেকেন্ড লেগ সেমিফাইনালে মুখোমুখি হবে এটিকে মোহনবাগান ও হায়দ্রাবাদ এফসি।

TwitterFacebookWhatsAppEmailShare

#ISL, #ATK Mohunbagan, #semifinal, #Hyderabad FC

আরো দেখুন