ডবল ইঞ্জিন রাজ্যে বেলাইন মোদীর স্বচ্ছ ভারত মিশন, কী অবস্থা বাংলার?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ডাবল ইঞ্জিন রাজ্যগুলির কল্যাণে মোদীর স্বপ্নের স্বচ্ছ ভারত মিশনের অবস্থা খুবই করুণ। মার্চ মাসে প্রকাশিত খোদ মোদী সরকারের সমীক্ষা বলছে, বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে লক্ষাধিক বাড়িতে এখনও শৌচাগারের ব্যবস্থাই নেই। সেই খোলা জায়গায় শৌচকর্ম করতে হয় বহু মানুষকে। সেখানেই তুলনামূলকভাবে ভাল জায়গায় রয়েছে বাংলা, খোদ কেন্দ্রের পরিসংখ্যান এমনটাই জানাচ্ছে।
২০২০ থেকে ২০২১ সালের ডিসেম্বর অবধি ২ লক্ষ ৭৬ হাজার ৪০৯টি বাড়ির নিয়ে সমীক্ষাটি করা হয়েছে। তার মধ্যে গ্রামীণ এলাকায় রয়েছে ১ লক্ষ ৬৪ হাজার ৫২৯টি বাড়ি। শহরঞ্চালে রয়েছে ১ লক্ষ ১১ হাজার ৮৮০টি বাড়ি। প্রতিটি বাড়িতে শৌচাগার নিশ্চিত করার ক্ষেত্রে বাংলার পিছিয়ে রয়েছে বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশাও। সমীক্ষা অনুযায়ী, ওড়িশার ৩৩.৬ শতাংশ বাড়ির বাসিন্দারা শৌচাগারের সুবিধা থেকে বঞ্চিত। ঝাড়খণ্ড এবং বিহারের ক্ষেত্রে যথাক্রমে ৩৩.৯ এবং ৩০.৭।
পরিসংখ্যান মন্ত্রক রিপোর্ট বলছে, প্রতিটি বাড়িতে শৌচাগার নিশ্চিত করার ক্ষেত্রে উত্তরপ্রদেশ, গুজরাত, কর্ণাটক এবং মধ্যপ্রদেশ মতো রাজ্যগুলি অনেক পিছিয়ে রয়েছে। উল্লেখিত চার রাজ্যেরই পরিসংখ্যান জাতীয় গড়ের নীচে। এখানেই সরব বিরোধীরা। অবিজেপি রাজ্যগুলির টাকা বিভিন্ন সময়ে নানা অজুহাতে আটকে দেয় কেন্দ্র। কিন্তু কাজ না করলেও, কখনই এমন সমস্যা পোহাতে হয় না ডাবল ইঞ্জিন রাজ্যগুলিকে। সোশ্যাল অডিট রিপোর্ট ছাড়াই তারা কেন্দ্রীয় টাকা পাচ্ছে, এমন উদাহরণও রয়েছে।