সন্তানকে স্কুলে ভর্তির আগে যে বিষয়গুলির খোঁজখবর অবশ্যই নেবেন

কেবল পুঁথিগত জ্ঞান আহরণ আধুনিক শিক্ষাব্যবস্থার শর্ত নয়। খেলাধুলো, নাচ, গান, কারাটে-জুডোর মতো আত্মরক্ষার কৌশলও স্কুলে থাকা আবশ্যক

March 11, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রত্যেক অভিভাবকই চান তাঁর সন্তানকে সেরাটা দিতে। শিক্ষাক্ষেত্রে তো বটেই। সাধ্যমতো তাঁরা চেষ্টা করেন। নতুন শিক্ষাবর্ষ শুরু হতে চলেছে। নিশ্চয়ই অভিভাবকরা চাইবেন তাঁর সন্তানকে এমন কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করতে যেখানে সে সার্বিকভাবে শিক্ষালাভ করবে।

কেবল পুঁথিগত জ্ঞান আহরণ আধুনিক শিক্ষাব্যবস্থার শর্ত নয়। খেলাধুলো, নাচ, গান, কারাটে-জুডোর মতো আত্মরক্ষার কৌশলও স্কুলে থাকা আবশ্যক। তাই সন্তানকে ভর্তির আগে দেখে নিতে হবে, এসব সুযোগসুবিধা সেই শিক্ষা প্রতিষ্ঠান দিচ্ছে কি না। আবার যেমন নিচু ক্লাসে অ্যাবাকাস শিখলে সন্তানের অঙ্কের ভীতি কাটবে। তাই যদি স্কুলেই অ্যাবাকাস শেখার সুযোগ থাকে তা হলে তা হবে বাড়তি পাওনা।

এখন কলেজ-বিশ্ববিদ্যালয়ের স্তরে সিবিসিএস পদ্ধতিতে পড়াশোনা হয়। তাই প্রথাগত বিষয়ের পড়াশোনা চালিয়েও সঙ্গীত বা শিল্পকলার মতো বিষয়ে ভালো নম্বর তোলা সম্ভব। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ এখন আর স্রেফ কোনও শখ নয় বরং প্রয়োজনীয় বিষয়। ল্যাবরেটরি, কম্পিউটার ল্যাব এবং লাইব্রেরিও স্কুলের জরুরি পরিকাঠামোর মধ্যে পড়ে। এই বিষয়গুলিরও খোঁজখবর নিতে হবে সন্তানকে ভর্তি করানোর আগে অভিভাবকদের। এছাড়াও বর্তমান সময়ে দাঁড়িয়ে সিসিটিভি, স্কুলের নিজস্ব গাড়ির ব্যবস্থা রয়েছে কি না, সেসবও দেখে নেওয়া জরুরি সন্তানের নিরাপত্তার কথা ভেবে।

সর্বোপরি স্কুলে ভর্তির আগে বেতন ও সমস্তরকম খরচের কথা আগাম জেনে নিতে হবে। তা না হলে ভবিষ্যতে এই সংক্রান্ত কোনও সমস্যা হলে তা আপনার সন্তানের উপর প্রভাব ফেলতে পারে। শুধুমাত্র স্কুলের ফি দিতে না পারার জন্য স্কুল পরিবর্তন করলে তা শিশুদের মনের উপর খারাপ প্রভাব ফেলে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen