← রাজ্য বিভাগে ফিরে যান
রাজ্যের একাধিক জেলায় হতে পারে হালকা বৃষ্টি, পূর্বাভাস হাওয়া অফিসের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ সর্বোচ্চ ৩৩ ও সর্বনিম্ন ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে তাপমাত্রা। দক্ষিণবঙ্গজুড়ে মেঘলা আকাশ থাকার পূর্বাভাস হাওয়া অফিসের।
আজ শনিবার থেকে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, দুই দিনাজপুর, মালদাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল সন্ধ্যের পর দমকা ঝড় আর সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয় একাধিক জেলায়।