খেলা বিভাগে ফিরে যান

শনিবার গড়লেন নজির, আজ কি শতরান আসবে বিরাটের ব্যাট থেকে?

March 12, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সাদা বলে রানের খরা কাটলেও, লাল বলের ক্রিকেটে দীর্ঘদিন বড় রান পাননি বিরাট কোহলি। ২০২২-এর জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউনে হাফ সেঞ্চুরি করেছিলেন। তারপর কেটে গিয়েছে এক ডজনেরও বেশি ইনিংস। রান আসেনি বিরাটের ব্যাট থেকে। গতকাল প্রায় ১৪ মাস পর হাফ সেঞ্চুরি করলেন কিং কোহলি। অজিদের বিরুদ্ধে চতুর্থ টেস্টের তৃতীয় দিন শেষে বিরাট ৫৯ রানে অপরাজিত। বিরাট ব্যাট থেকে শতরান দেখার জন্য মুখিয়ে রয়েছে ভক্তরা। আজ কি আসবে সেই সেঞ্চুরি? প্রহর গুনছেন বিরাটের অনুরাগীরা।

লাল বলের ক্রিকেটে ২৯তম হাফ সেঞ্চুরি করলেন বিরাট কোহলি, ভারতের ইনিংসে ৯৩তম ওভারে ১০৭ বলে এল অর্ধশতরান। ঘরের মাঠে ৫০তম টেস্ট ম্যাচ খেলছেন কোহলি। গতকাল আরও এক নজির গড়েছেন বিরাট। পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এদিন দেশের মাটিতে টেস্টে ৪ হাজার রান পূর্ণ করেছেন বিরাট। টেস্ট ক্রিকেটে ভারতের মাটিতে সবথেকে বেশি রান করেছেন শচীন তেন্ডুলকার। ভারতে খেলা ৯৪ টেস্টে শচীনের সংগ্রহ ৭২১৬ রান। ৭০ ম্যাচে ৫৫৯৮ রান করে দ্বিতীয় স্থানে রয়েছেন রাহুল দ্রাবিড়। সুনীল গাভাস্কার আছেন তৃতীয় স্থানে, ৬৫ ম্যাচে তিনি ৫০৬৭ রান করেছেন। ৫২ ম্যাচে ৪৬৫৬ রান করে বীরেন্দ্র শেহবাগ তালিকায় চতুর্থ স্থানে আছেন। পঞ্চম স্থানে উঠে এলেন বিরাট। তবে আজ নজর থাকতে রান খরা কাটিয়ে বিরাট শতরান করতে পারেন কিনা!

TwitterFacebookWhatsAppEmailShare

#Virat Kohli, #Test Cricket, #century, #India vs Australia

আরো দেখুন