রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা, কবে ভিজবে দক্ষিণবঙ্গ?
দ্রুত বদলে যাচ্ছে আবহাওয়া। জাঁকিয়ে বসতে আরম্ভ করছে গরম
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দ্রুত বদলে যাচ্ছে আবহাওয়া। জাঁকিয়ে বসতে আরম্ভ করছে গরম। বাংলার একাধিক জেলায় ইতিমধ্যেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। হাওয়া অফিস বলছে, মার্চের মাঝামাঝি সময়ে ১৬-১৭ তারিখ কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখী ঝড় হতে পারে। আজও বাংলার বিভিন্ন জেলার আকাশ মেঘলা থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আজও কলকাতার আকাশ অংশত মেঘলা থাকবে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলেও তাপমাত্রা বিশেষ কোনও পরিবর্তন হবে না বলে। দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আগামী বুধবার এবং বৃহস্পতিবার কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন জেলাগুলিতে দিন ও রাতের তাপমাত্রার তেমন কোনও ফারাক হবে না।