রাজ্য বিভাগে ফিরে যান

ধেয়ে আসছে ঝড়! রাজ্যের কোথায় হতে পারে শিলাবৃষ্টি? রইল পূর্বাভাস

March 16, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উত্তর ও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। কোনও কোনও জেলায় আবার শিলাবৃষ্টিও হতে পারে। আজ আকাশ কিছুটা মেঘলা থাকবে, দিনের তাপমাত্রা একটু কম হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্র ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।

আলিপুরআবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং,জালপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। ১৭ তারিখ উত্তরবঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় ও দক্ষিণবঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টি চলতে পারে আগামী ১৮ এবং ১৯ তারিখেও।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Kolkata, #Weather Update

আরো দেখুন