দেশে ফের করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফের করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ল দেশে। সরকারি হিসাবে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশে ৭৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। চারমাস পর আবার করোনায় আক্রান্তের সংখ্যা সাতশো পার করল। সরকারি তথ্য অনুযায়ী, কর্নাটকে মৃত্যুও হয়েছে এক করোনা আক্রান্ত রোগীর। দেশে এখনও ৪৬২৩ জন করোনা রোগী রয়েছেন। অস্ট্রেলিয়া থেকে রাজস্থানে বেড়াতে আসা চার পর্যটকের শরীরেও করোনা ভাইরাস মিলেছে।
বর্তমানে ঋতু পরিবর্তনের মরসুমে দেশজুড়েই জ্বর-সর্দিকাশি-শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়তে শুরু করেছে। শিশুরাও অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হচ্ছে। এই পরিস্থিতিতে করোনায় সংক্রমণ বাড়ায় কিছুটা হলেও চিন্তার ভাঁজ বিশেষজ্ঞদের কপালে।
গত নভম্বরে দেশে দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা ৭০০ ছুঁয়েছিল দেশে। ২০২২ সালের ১২ নভেম্বর করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৭৩৪-এ। অর্থাৎ বর্তমান সময়ে দেশে করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী।