ভাঁড়ের মণ্ডপ বানিয়ে চমকে দেওয়া জনপ্রিয় থিম শিল্পী বন্দন রাহা আত্মঘাতী
বন্দনবাবুর শিল্প ভাবনা বাঙালির হৃদয়ে বারবার ছাপ ফেলেছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সাবেক আর থিম পুজোর লড়াই আজীবন চলবে, কিন্তু চলে গেলেন থিম পুজোর অন্যতম শিল্পী বন্দন রাহা। ভাঁড়ের মণ্ডপ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। সেই জনপ্রিয় থিম শিল্পী বন্দন রাহার দেহ উদ্ধার হল গলায় গামছার ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। প্রথমিকভাবে অনুমান আত্মঘাতী হয়েছেন শিল্পী। জানা গিয়েছে পারিবারিক সমস্যা, হৃদরোগজনিত অসুস্থতা ইত্যাদি নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। গতকাল সকালে বাগুইআটি থানার কেষ্টপুর এলাকার জগৎপুরে বন্দনবাবুর মেজদার বাড়ি থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ শিল্পমহল।
বন্দনবাবুর শিল্প ভাবনা বাঙালির হৃদয়ে বারবার ছাপ ফেলেছে। দুর্গাপুজো উদ্যোক্তা থেকে দর্শক সকলেই মুগ্ধ ছিল তাঁর শিল্পের নৈপুণ্যে। ২০০১ সালে বোসপুকুর শীতলা মন্দির দুর্গোৎসব হয়ে বন্দনবাবু ভাঁড়ের মণ্ডপ বানিয়েছিলেন। সে বছর ভিড় উপচে পড়েছিল বোসপুকুরে। জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন শিল্পীও। তারপর একের পর এক থিম বানিয়ে চমকে দিয়েছেন তিনি। থিমের পুজোর সমার্থক হয়ে গিয়েছিলেন বন্দন রাহা।