রাজ্য বিভাগে ফিরে যান

ফের উর্ধ্বমুখী পারদ, কেমন থাকবে আজকের আবহাওয়া?

March 23, 2023 | < 1 min read

ছবি: ফাইল চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকের তাপমাত্রা সর্বনিম্ন ২৬ ডিগ্রি ও সর্বোচ্চ ৩১ ডিগ্রি থাকবে। আগামী কিছুদিন তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকার পূর্বাভাস হাওয়া অফিসের।

আগামী ৩ দিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বাড়ার সম্ভাবনা। কলকাতায় আজ আকাশ মেঘলা থাকবে। দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত বৃষ্টি না হলেও রবিবার দক্ষিণবঙ্গে আবার বৃষ্টির বাড়ার পূর্বাভাস হাওয়া অফিসের।

রবিবার উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পূর্বাভাস। যদিও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি টানা হবে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের এই জেলাগুলোয় – কোচবিহার, কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষর রেখা দুর্বল হয়ে পড়ায় বৃষ্টির তীব্রতা কম বাংলায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal Weather updates, #Weather Report, #Kolkata, #Weather forecast, #weather office report, #Weather Update

আরো দেখুন