কলকাতা বিভাগে ফিরে যান

এই সপ্তাহান্তে‍ও শিয়ালদহ মেইনে বাতিল থাকবে একাধিক ট্রেন, রইল তালিকা

March 24, 2023 | < 1 min read

লোকাল ট্রেন, ছবি সৌজন্যে- hindustantimes

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নৈহাটি-হালিশহর-এর মধ্যে নন-ইন্টারলকিং এর কাজ চলায় গত ১৪ মার্চ দুর্ভোগে পড়তে হয়েছিল নিত্যযাত্রীদের। এবার ফের দুর্ভোগের আশঙ্কা তৈরি হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, রক্ষণাবেক্ষণের এই সপ্তাহের শেষে কাজ চলবে ইছাপুর ও নৈহাটি স্টেশনের মাঝের একটি ব্রিজে। ২৫ তারিখ শনিবার রাত ১০ থেকে ২৬ তারিখ রবিবার রাত ৯টা পর্যন্ত কাজ চলবে। সে কারণেই শিয়ালদহ-নৈহাটি, শিয়ালদহ-রানাঘাট ও শিয়ালদহ -শান্তিপুর রুটে বেশ কয়েক জোড়া লোকাল ট্রেন বাতিল থাকছে শনিবার।

বাতিল হওয়া ট্রেনের তালিকায় রয়েছে–

  • ৫ জোড়া শিয়ালদহ-নৈহাটি লোকাল,
  • ৩ জোড়া শিয়ালদহ-রানাঘাট লোকাল,
  • ৪ জোড়া শিয়ালদহ – কল্যাণী সীমান্ত লোকাল,
  • ২ জোড়া শিয়ালদহ-ব্যারাকপুর লোকাল।
  • বাতিল একজোড়া করে শিয়ালদহ-শান্তিপুর, শিয়ালদহ-কৃষ্ণনগর, শিয়ালদহ – গেদে এবং দমদম জং – ব্যারাকপুর লোকাল।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানিয়েছেন। ফলে এই সপ্তাহের শেষেও শিয়ালদহ মেইন লাইনের যাত্রীদের হয়রানির সম্ভাবনা প্রবল।

TwitterFacebookWhatsAppEmailShare

#local trains, #Sealdah Main Branch, #Sealdah Station

আরো দেখুন