বিবিধ বিভাগে ফিরে যান

বসন্তের আকাশে আবার দেখা যাবে বিরল মহাজাগতিক দৃশ্য, জানেন কী ঘটতে চলেছে?

March 25, 2023 | < 1 min read

বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও ইউরেনাস একই রেখায় আসতে চলেছে, ছবি সৌজন্যে- Thinkstock

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফেব্রুয়ারির শেষ সপ্তাহে চাঁদের সঙ্গে এক সারিতে দেখা গিয়েছিল শুক্র এবং সৌরমণ্ডলের বৃহত্তম গ্রহ বৃহস্পতিকে। আর শুক্রবার চাঁদের একদম তলায় চলে এল শুক্র। যা দেখে অনেকের অনেকের মনে পড়েগিয়েছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সেই ‘হিরের আংটি’র কথা।

এবার আরও এক বিরল মহাজাগতিক মহাসংযোগ ঘটতে চলেছে মহাকাশে। একই রেখায় আসতে চলেছে পাঁচ গ্রহ। পঞ্চ পাণ্ডবের মতো একই সঙ্গে রাতের আকাশে দ্যুতি ছড়াবে তারা। বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও ইউরেনাস একই সঙ্গে একই রেখায় আসতে চলেছে। এমন মহাজাগতিক সংযোগকে বিরলের মধ্যে বিরলতম বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

অজ শনিবার অর্থাৎ ২৫ থেকে ৩০ মার্চ, সপ্তাহখানেক দেখা যাবে গ্রহগুলিকে। কিন্তু সবচেয়ে পরিষ্কার এই দৃশ্য দেখা যাবে ২৮ মার্চ। তবে মূলত তিনটি গ্রহ বুধ, শুক্র ও বৃহস্পতিকে খালি চোখে দেখা গেলেও বাকি গ্রহদুটিকে দেখতে হলে দরকার শক্তিশালী বাইনোকুলার। সেক্ষেত্রে মঙ্গলকেও ইউরেনাসের থেকে উজ্জ্বল দেখাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Planets, #Night Sky

আরো দেখুন