ঔপনিবেশিকতার বেড়াজাল পেরিয়ে এবার রাজভবন আমজনতার- জেনে নিন কীভাবে?

সাধারণ মানুষের জন্য তা উন্মুক্ত ছিল না। এবার তা সকলের জন্য খোলা হল। বাংলার মুখ্যমন্ত্রীর হাতে খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজভবনের প্রতীকী চাবি তুলে দেন।

March 29, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
রাজভবন কলকাতা, ছবি সৌজন্যে- kolkatatourism

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভাঙল কলোনিয়াল হ্যাংওভার, এখন থেকে আম জনতার জন্য উন্মুক্ত হল রাজভবন। দীর্ঘদিনের রীতি ভেঙে এখন থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে রাজভবনের দরজা। রাজভবন গড়ে তোলা হয়েছিল বড়লাটদের জন্য, ব্রিটিশ শাসন থেকে দেশ মুক্ত হলেও, জাঁকিয়ে বসেছিল ঔপনিবেশিক মানসিকতা। রাজ্যপালরা থাকেন সেখানে। সাধারণ মানুষের জন্য তা উন্মুক্ত ছিল না। এবার তা সকলের জন্য খোলা হল। বাংলার মুখ্যমন্ত্রীর হাতে খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজভবনের প্রতীকী চাবি তুলে দেন।

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার দু-দিনের বঙ্গ সফরে এসেছিলেন দ্রৌপদী মুর্মু। সোমবার রাষ্ট্রপতির সম্মানে রাজভবনে নৈশভোজের আয়োজন করেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। মুখ্যমন্ত্রীও সেখানে ছিলেন। তখনই মুখ্যমন্ত্রীর হাতে একটি প্রতীকী চাবি তুলে দেন রাষ্ট্রপতি। যা সিভি আনন্দ বোস রাষ্ট্রপতি মুর্মুকে দিয়েছিলেন। মঙ্গলবার রাজভবন তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, রাজভবন এখন থেকে জন রাজভবন। রাজভবনের ভিতর ও বাইরে ঘুরে দেখার সুযোগ পাবেন জন সাধারণ। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে হেরিটেজ ওয়াক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen