জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে IPL-2023 –এর বোধন হচ্ছে আজ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু হচ্ছে এবছরের আইপিএল। আজ অর্থাৎ শুক্রবার জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শুরু হতে চলেছে এই মেগা টুর্নামেন্ট।
নাচে-গানে মেতে উঠতে চলেছে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। ২০০৮ সাল থেকেই ভারতে শুরু হয়েছে এই বিশেষ টুর্নামেন্ট। তখন থেকেই জাঁকজমক সহকারে উদ্বোধনের রেওয়াজ। তবে সেই রীতিতে ছেদ পড়ে ২০১৮ সালে। ২০১৯ সালেও উদ্বোধনী অনুষ্ঠান হয়নি। পরের কয়েকটা বছর অতিমারির কোপে কোনও রকমের ঝুঁকি নিতে চাননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এত বছর পরে রাজকীয় ভাবে ফিরছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।
ভারতের নানা প্রান্তের বিখ্যাত তারকারা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার কথা দুই দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দনা ও তমন্না ভাটিয়ার। তবে সেই সব জল্পনা ছাপিয়ে খবর, চলতি বছরে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের দর্শক ও শ্রোতাদের মোহিত করতে চলেছেন স্বয়ং অরিজিৎ সিংহ।
আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বসতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান। সন্ধে ৬টা থেকে শুরু তারকাখচিত এই অনুষ্ঠান।
শুক্রবার প্রথম ম্যাচেই নামছে গত বারের বিজয়ী গুজরাত টাইটান্স। প্রতিপক্ষ চার বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। অর্থাৎ আইপিএলের বোধন হবে হার্দিক বনাম ধোনি লড়াই দিয়ে। প্রতি বারের ধারা বজায় রেখেই ‘ব্লকবাস্টার’ ম্যাচ দিয়ে শুরু হবে আইপিএল।
অন্যদিকে আইপিএল শুরু হওয়ার আগে বৃহস্পতিবার আমেদাবাদে বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছিল প্রতিটি দলের অধিনায়ককে। বৈঠকের পরে ফোটোসেশন অংশগ্রহণ করেন অধিনায়করা। হায়দরাবাদের অধিনায়ক আইডেন মার্করাম এখনও এসে না পৌঁছনোয় তিনি থাকতে পারেন নি। এছাড়া বাকি ৯ দলের অধিনায়করা এদিনের বৈঠকে অংশ নিয়েছিলেন। হায়দরাবাদের তরফে বৈঠকে অংশ নেন সহ-অধিনায়ক ভুবনেশ্বর কুমার।