বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতির দাবিতে শীঘ্রই আবেদন জানাবে রাজ্য
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সংস্কৃত, তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম, ওড়িয়াসহ ভারতের ছ-টি ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে কেন্দ্র। দীর্ঘদিন ধরে বাংলাকেও ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়ার দাবি উঠছে। গত বছর থেকে রাজ্য উদ্যোগ নিতে আরম্ভ করেছে। এর আগে একাধিকবার ব্যক্তিগতস্তরে এমন উদ্যোগ নেওয়া হলেও, সরকারিভাবে এই প্রথম এমন আবেদন জানানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। চলতি বছরের জানুয়ারিতে বাংলার শিক্ষামন্ত্রী নিজেই সে’কথা জানিয়েছিলেন।
কোনও ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা পেতে হলে, কেন্দ্রীয় সরকার নির্ধারিত কয়েকটি শর্ত পূরণ করতে হয়। যেমন কোনও ভাষার ‘ধ্রুপদী ভাষা’ তকমা পাওয়ার জন্য, ওই ভাষায় দেড় হাজার বছর বা তার বেশি পুরনো লিখিত নথি থাকা অবশ্যক। জানা গিয়েছে, বাংলা ভাষায় দেড় হাজার বছরেরও বেশি প্রাচীন লিখিত নথির হদিশ পাওয়া গিয়েছে। বাংলা ভাষায় অজস্র সাহিত্য নিদর্শন রয়েছে। ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্টাডিজ জানাচ্ছে, ধ্রুপদী ভাষার মর্যাদা পেতে যে সব শর্ত পূরণ করতে হয়, বাংলা ভাষা সেই সব শর্তই পূরণ করতে পারবে। গবেষণায় তার প্রমাণ মিলেছে।
উল্লেখ্য, উচ্চশিক্ষা দপ্তরের অধীনস্থ আইএলএসআরকে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়ার জন্য আবেদন জানাতে প্রয়োজনীয় গবেষণার দায়িত্ব দিয়েছিল রাজ্য। তারা গত এক বছর ধরে গবেষণা ও প্রস্তাব তৈরির কাজ করছে। শোনা যাচ্ছে, কাজ প্রায় শেষ পর্যায়ে। মনে করা হচ্ছে, মে মাসে তারা রিপোর্ট জমা দেবে। তারপরই রাজ্য কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের কাছে আবেদন জানাবে, বলে জানা যাচ্ছে। সূত্র মারফত জানা যাচ্ছে, শীঘ্রই আবেদন প্রক্রিয়া সম্পূর্ন করবে রাজ্য। স্বীকৃতি মেলার বিষয়েও আশাবাদী সংশ্লিষ্ট বিষয়ে নিযুক্ত গবেষকরা।