দেশ বিভাগে ফিরে যান

মধ্যবিত্তের মাথায় হাত! আজ থেকে দাম বাড়ল একগুচ্ছ ওষুধের

April 1, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ অর্থাৎ ১ এপ্রিল থেকে একগুচ্ছ ওষুধের দাম বৃদ্ধি পেল। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি আজ থেকে ওষুধের দামে ১২ শতাংশ বৃদ্ধির অনুমোদন দিয়েছিল।

এক নজরে দেখে নিন এনপিপিএ-র তালিকা অনুযায়ী কোন কোন ওষুধের দাম বাড়ল:

হ্যালোথেন, আইসোফ্লুরেন, কেটামাইন, নাইট্রস অক্সাইড, আইবুপ্রোফেন, ডাইক্লোফেনাক, মেফেনামিক অ্যাসিড, বেনজিলপেনিসিলিন, প্যারাসিটামল

অ্যামোক্সিলিন, মরফিন, অ্যামপিসিলিন ট্যাবলেট, সেফাড্রক্সিল, সেফাজোলিন, সেফট্রিঅ্যাক্সোম, বুদেসোনাইড, অ্যামিকাসিন, বেডাকিলিন, ক্ল্যারিথ্রোমাইসিন, ক্লোট্রিমেজোল, ফ্লুকোনাজোল

মিউপিরোসিন, অ্যাবাকাভির, লামিভুডাইন, জিডোভুডাইন, এফাভিরেঞ্জ, ল্যাকটুলোজ, বিসাকোডাইল

কুইনাইন, প্রিম্যাকুইন, আর্টেসুনেট, ক্লোরোকুইন, আর্টেমেথার, ফ্লুরোউরাসিল, অ্যাকটিনোমিসিন ডি, আর্সেনিক ট্রাইঅক্সাইড, ক্যালসিয়াম ফোলিনেট, ফোলিক অ্যাসিড, আয়রন সুক্রোজ, হাইড্রক্সোকোবালামিন।

এছাড়াও কোভিডের চিকিৎসায় ব্যবহৃত ওষুধগুলির দাম বাড়চ্ছে। জন্মনিরোধক বড়ি, বিভিন্ন হরমোনের ওষুধ, স্নায়ু ও চর্মরোগের ওষুধ ইত্যাদির দাম বৃদ্ধি পাচ্ছে।হেপাটাইটিস বি, র‌্যাবিস প্রভৃতি রোগ প্রতিরোধী ভ্যাকসিন, ওআরএস প্রভৃতি দামী হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Medicines, #price hike

আরো দেখুন