বাংলায় কথা বলবে পিটার, প্রকাশ্যে Spiderman: Across The Spider Verse-র ট্রেলার

ভারতের সিনেমার ইতিহাসে প্রথমবারের জন্যে, বিশ্বব্যাপী জনপ্রিয়তার শিখরে থাকা কোনও হলিউড ফ্র্যাঞ্চাইজি ভারতের ১০টি ভিন্ন ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

April 5, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
বাংলায় কথা বলবে স্পাইডারম্যান ছবি সৌজন্যেঃ ‘স্পাইডার ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স’-র ট্রেলার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার আমার আপনার মাতৃভাষায় কথা কইবে স্পাইডার ম্যান। অবাক লাগলেও এটাই ঘটতে চলেছে। সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট ইন্ডিয়া ২রা জুন নিয়ে আসতে চলেছে ‘স্পাইডার ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স। যা বাংলাসহ ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালম, গুজরাটি, মারাঠি, পাঞ্জাবি ভাষায় মুক্তি পাচ্ছে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবিটির বাংলা ট্রেলার।

ভারতের সিনেমার ইতিহাসে প্রথমবারের জন্যে, বিশ্বব্যাপী জনপ্রিয়তার শিখরে থাকা কোনও হলিউড ফ্র্যাঞ্চাইজি ভারতের ১০টি ভিন্ন ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। স্পাইডার ম্যান ফ্র্যাঞ্চাইজি ভারতের বক্স অফিসে অসাধারণ সাফল্য পেয়েছে। সুপার হিরো হিসেবে স্পাইডার-ম্যানের জনপ্রিয়তাও তুঙ্গে। বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, কন্নড়, মালায়লাম, গুজরাটি, মারাঠি, পাঞ্জাবিসহ মোট দশটি ভাষায় মুক্তি পাবে ‘স্পাইডার-ম্যান: অ্যাক্রোস দ্য স্পাইডার-ভার্স’। যা ইতিমধ্যেই নজির গড়ে ফেলেছে। গোটা দেশের বিভিন্ন প্রদেশের দর্শকরা নিজের নিজের পছন্দের ভাষায় ছবিটি দেখতে পাবেন। সনি কর্তৃপক্ষ বলছেন, তারা চান স্পইডার ম্যান গোটা দেশে ছড়িয়ে পড়ুক। ভারতের প্রতিটি পরিবার তাদের নিজের নিজের ভাষায় উপভোগ করুক এই সুপার হিরোকে নিয়ে। তারা জানাচ্ছেন, ১০ টি ভাষায় ‘স্পাইডার-ম্যান: অ্যাক্রোস দ্য স্পাইডার-ভার্স’ ছবিটি মুক্তি পাচ্ছে, এতে তারা গর্বিত। তারা আশাবাদী, তাদের এই উদ্যোগ গোটা দেশে সফল হবে। দেশের দর্শকরা এই ছবিটিতে তাদের ভালবাসার বর্ষণ করবেন।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen