IPL2023: ইডেনে সহজ জয় KKR- এর, বিরাটের বেঙ্গালুরুকে ৮১ রানে হারাল কলকাতা
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বেঙ্গালুরুর অধিনায়ক দু প্লেসি।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আইপিএলে আজ ইডেনে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের ও রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শুরুটা কলকাতার খারাপ হয় এবং ২৬ রানের মাথায় উইলির বিধ্বংসী বোলিংয়ে ২টি উইকেট হারায়। আজ ইডেনে উপস্থিত হন পাঠান শাহরুখ খান। শাহরুখ খানকে গ্যালারিতে দেখে জ্বলে ওঠে নাইটরা। রামানুল্লা গুরবাজ (৫৭), রিংকু সিং(৪৬) ও শারদুল ঠাকুরের (৬৮)ঝোড়ো ব্যাটিংয়ের ফলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে পাঞ্জাব ২০৪ রান করে। ২০৫ রানে লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.৪ ওভারে ১২৩ রানে অলআউট হয়ে যায় ব্যাঙ্গালুরু। ৮১ রানে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে অনায়াসে হারিয়ে দেয় কলকাতা নাইট রাইডার্স।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বেঙ্গালুরুর অধিনায়ক দু প্লেসি। শুরুটা ভালোই করে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কোহলি ও দু প্লেসি মিলে ঝোড়ো ব্যাটিং করেন কিন্তু দুজনকেই প্যাভিলিয়নে পাঠিয়ে দেন কলকাতার নারিন আর বরুণ চক্রবর্তী। এই দুজন আউট হওয়ার পর কোনও ব্যাটসম্যান দাঁড়াতে পারেনি।বরুণ চক্রবর্তী ৪টি উইকেট নেন। নবাগত সুয়াস শর্মা ৩টি উইকেট নেন। দুটি উইকেট নেন সুনীল নারিন। ১টি উইকেট নেন শার্দুল ঠাকুর।