CBI কাঁটায় অক্সফ্যাম ইন্ডিয়া, সমীক্ষায় মোদী সরকারের বাস্তব ছবি তুলে ধরাই কাল হল?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিখ্যাত সমীক্ষক তথা স্বেচ্ছাসেবী সংস্থা ‘অক্সফ্যাম ইন্ডিয়া’-র বিরুদ্ধে এবার সিবিআই তদন্তের সুপারিশ করল মোদী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক। শিশু শিক্ষা, অর্থনৈতিক বৈষম্যসহ নানা বিধ বিষয়ে সমীক্ষা করে অক্সফ্যাম ইন্ডিয়া। সেসব সমীক্ষা বারবার মোদী আমলে বাস্তব চিত্র উঠে এসেছে। পরিসংখ্যানের দরুন ল্যাজেগোবরে হয়েছে বিজেপি শাসিত কেন্দ্র সরকার। মুখ পুড়েছে মোদী ও তাঁর দলের নেতাদের। ফলে দীর্ঘদিন ধরেই এই স্বেচ্ছাসেবী সংস্থা মোদী সরকারের রোষানলে পড়েছে। প্রসঙ্গত, প্রায় ১৪ মাস আগেই এই সংস্থার বিদেশি অনুদান গ্রহণের লাইসেন্সের পুনর্নবীকরণের আর্জি খারিজ হয়েছিল। এবার বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগে সংস্থার বিরুদ্ধে সিবিআই তদন্তের সুপারিশ করল অমিত শাহর মন্ত্রক।
উল্লেখ্য, করোনা কালে বিদেশি অনুদান আইনে রদবদল করা হয়েছে। সংশোধিত নয়া নিয়ম অনুসারে কোনও সংগঠন বিদেশ থেকে পাওয়া অনুদান অন্য কাউকে হস্তান্তর করতে পারে না। যদিও অভিযোগ উঠছে, নয়া নিয়ম কার্যকর হওয়ার পরেও অক্সফ্যাম অন্যান্য এনজিওসহ বিভিন্ন সংস্থার অ্যাকাউন্টে নাকি অর্থ হস্তান্তর করেছে। যদিও অক্সফ্যাম ইন্ডিয়ার তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।