← রাজ্য বিভাগে ফিরে যান
রাজ্যজুড়ে চড়ছে তাপমাত্রার পারদ, জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ রাজ্যের সর্বচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী ১১ এপ্রিলের পর থেকে তাপমাত্রা ৪০ ডিগ্রি পার করতে পারে। আগামী কয়েকদিন তাপমাত্রা বেশি থাকবে বলে সতর্কতা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
দক্ষিণবঙ্গের জেলা গুলিতে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই। শুকনো আবহাওয়ার কারণে তাপপ্রবাহ চলতে পারে কয়েকদিন পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।
উত্তরবঙ্গের মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলায় তাপপ্রবাহের সতর্কতা জানিয়েছে হাওয়া অফিস। আগামী রবিবার ৯ এপ্রিল পর্যন্ত ধীরে ধীরে বাড়তে থাকবে তাপমাত্রা। কয়েকটি জেলায় স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি থাকতে পারে তাপমাত্রা।