বিবিধ বিভাগে ফিরে যান

চৈত্র সংক্রান্তিতে নয়, ‘হুজুগে গাজন’ পালিত হয় বছরজুড়ে, জেনে নিন কোথায়

April 8, 2023 | 2 min read

ছবি সৌজন্যে: Dodho

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শিবঠাকুরের বিয়েকে কেন্দ্র করে গ্রামবাংলার যে অতিপ্রচলিত লোক উৎসবটি হয়ে থাকে, তার নাম গাজন। গ্রামের ‘গা’ আর জনসাধারণের ‘জন’ থেকেই ‘গাজন’ কথার আগমন বলে মনে করা হয়। পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই গাজন অনুষ্ঠিত হয়। বাংলা পঞ্জিকার চৈত্র মাসের শেষ সপ্তাহ জুড়ে সন্ন্যাসী বা ভক্তদের মাধ্যমে শিবের গাজন অনুষ্ঠিত হয়। চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজার সঙ্গে এই উৎসবের সমাপ্তি ঘটে। ধর্মের গাজন সাধারণত বৈশাখ, জৈষ্ঠ ও আষাঢ় মাসে পালিত হয়। চৈত্রমাস ছাড়া বছরের অন্যসময় শিবের গাজন অনুষ্ঠিত হলে তাকে ‘হুজুগে গাজন’ বলা হয়। গাজন সাধারণত তিনদিন ধরে চলে।

‘হুজুগে গাজন’ পালিত হয় আর্থিক, দৈবিক বা অজ্ঞাত কারণবশত। বহুকাল ধরে চলে আসা নিয়ম মেনে বছরের অন্যান্য সময়েও কিছু জায়গায় পালিত হয় এই গাজন। সময় আর গল্প পাল্টে গেলেও গাজনের নিয়মগুলো কিন্তু প্রায় একই। তিনদিনের এই গাজনে প্রথমদিন রাতগাজন, দ্বিতীয়দিন দিনগাজন এবং শেষের দিন উতুরিখোলা (উত্তরীয় খুলে ফেলা) বলে তিনটি নির্দিষ্ট ভাগ আছে। গাজনের শুরুটা হয়ে যায় আরও তিনদিন আগে থেকে। একদিন নিরামিষ, পরেরদিন হবিষ্যি এবং রাতগাজনের আগের দিন উপাস্য দেবতার উদ্দেশ্যে ফল নিবেদন করা হয়। রীতি অনুযায়ী সন্ন্যাসীরাও তাই গ্রহণ করে এ-সময়। ঈশ্বর, যিনি সারাবছর ব্রাহ্মণদের দ্বারা পূজিত, এই ক’দিন সর্বসাধারণের হয়ে ওঠেন। সমাজের নিচুতলার মানুষেরা, বাগদি-মুচি-হাঁড়ি-ডোম ইত্যাদি, এরাই বেশিরভাগ গাজনের সন্ন্যাসী হয়ে ওঠেন।

‘হুজুগে গাজন’ পালিত হয় কোথায়?

বাঁকুড়ার ইন্দাস থানার শাশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডোঙালন, নারায়ণপুর গ্রামগুলির উদ্যোগে বুনোশিবের আবির্ভাবতিথি হিসেবে বৈশাখ সংক্রান্তিতে গাজন পালিত হয়। অন্যদিকে, বাঁকুড়ার পত্রসায়র অঞ্চলের ভুতুরা সহ পার্শ্ববর্তী আরও কিছু গ্রামে এবং দুর্গাপুরের মলানদিঘি গ্রামেও বুদ্ধপূর্ণিমায় গাজন অনুষ্ঠিত হয়।

বাঁকুড়া জেলারই ঝাঁটিপাহাড়ীতে প্রতিবছর এবং দ্বারকেশ্বর নদের কাছাকাছি যশদিঘি গ্রামে আশেপাশের আরও চার-পাঁচটি গ্রামের মিলিত প্রয়াসে কয়েক বছর অন্তর জ্যৈষ্ঠের সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় করুণাময় শিবের গাজন। এছাড়াও জ্যৈষ্ঠ মাসের দশহরাতে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে মনসার গাজন, মেদিনীপুরে বসন্তরায়ের গাজনও পরিচিত।

আবার বাঁকুড়ার বেলিয়াতোড়ে ধর্মঠাকুরের গাজন হয় আষাঢ় মাসের পূর্ণিমায়। এছাড়াও হয় নীলের গাজন, ভগবতীর গাজন। কোনো কোনো গ্রামে বছরে একাধিক বার গাজনের দৃষ্টান্তও নাকি আছে!

TwitterFacebookWhatsAppEmailShare

#Hujuge Gajon, #Chaitra Sankranti, #Gajon

আরো দেখুন