ব্যাটিং শুরু গ্রীষ্মের, কেমন থাকবে আজকের আবহাওয়া?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একেবারে শেষলগ্নে চৈত্র, ঝোড়ো ব্যাটিং শুরু করেছে গ্রীষ্ম। ইতিমধ্যেই সাত বছরে উষ্ণতম এপ্রিল দেখে ফেলেছে বাংলা। ভ্যাপসা গরমে নাজেহাল সাধারণ মানুষ। দুপুরে রোদের তেজে বের হওয়া কার্যত অসম্ভব। আজ অর্থাৎ রবিবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বেলা গড়াতে আরও বাড়তে পারে তাপমাত্রার পারদ। হাওয়া অফিস বলছে, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আপাতত কলকাতায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
সামনের সপ্তাহেই দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলবে, ইতিমধ্যেই নানা জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রির আশেপাশে পৌঁছে গিয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, ১১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বৃদ্ধি পাবে। দার্জিলিং এবং কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।