টার্গেট ব্র্যান্ড মোদীর প্রচার, তাই কি রবিবার গঙ্গার নীচ দিয়ে ছুটল না মেট্রো?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গতকাল অর্থাৎ রবিবার ইতিহাস তৈরির অপেক্ষার প্রহর গুনছিল কলকাতা। কিন্তু দিল্লির এক ফোনে গঙ্গার নীচ দিয়ে মেট্রো রেকের প্রথম যাত্রা আটকে গেল। রবিবার দুটি মেট্রো রেক সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান নিয়ে যাওয়ার কথা ছিল। সকাল থেকেই কর্মী থেকে শুরু করে মেট্রো আধিকারিক সকলেই ব্যস্ত ছিলেন। সকাল সাড়ে ন’টায় সেক্টর ফাইভ থেকে একটি রেক শিয়ালদহের দিকে রওনা দেয়। তারপরের অংশে বিদ্যুৎ সংযোগের কাজ না হওয়ায় সেখান থেকে রেকটিকে রেকারের সাহায্যে এসপ্ল্যানেড পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়। সাড়ে ১২টায় নাগাদ রেকটি এসপ্ল্যানেডে পৌঁছয়। দ্বিতীয় রেকটি বিকেল সাড়ে তিনটে নাগাদ পৌঁছে গিয়েছিল। এবার পালা গঙ্গার তলা দিয়ে চাকা গড়ানোর কিন্তু তা আর হল কই? সেই সময়ই এক মেট্রোকর্তার কাছে দিল্লি থেকে কল এল। জানা গেল, মেট্রো রেক আর এগবে না। কেন এমনটা হল? কোনও উত্তর মেলেনি মেট্রো কর্তৃপক্ষ তরফে।
এতেই নানান জল্পনা ছড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মোদী প্রচার সর্বস্ব রাজনীতি করেন, ফলে প্রচারপ্রিয় মোদী সরকার হয়ত চায়নি সাদামাটাভাবে গঙ্গার নীচ দিয়ে মেট্রোর যাত্রা শুরু হোক। কারণ দেশের প্রথম নদীর তলা দিয়ে মেট্রো ঢাক ঢোল তো তারা পেটাবেনই। মনে করা হচ্ছে আনুষ্ঠানিক আয়োজন চাইছে মোদী সরকার। জানা গিয়েছে, ১৪ এপ্রিল নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন মোদী। মনে করা হচ্ছে, সেদিনই গুয়াহাটি থেকে ভার্চুয়ালি ইস্ট ওয়েস্ট মেট্রো যাত্রার সূচনা করতে পারেন তিনি। বঙ্গ বিজেপির নেতারা বলছেন, আগামী ১৪ এপ্রিল দুদিনের বঙ্গ সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তিনি নিজেও মেট্রোয় সওয়ার হতে পারেন, সেই সম্ভাবনাও থাকছে। রাজনৈতিক মহলের দাবি, কৃতিত্ব জাহিরে মত্ত মোদী সরকার যে এমনটাই করবেন এ আর নতুন কী!