রাজ্য বিভাগে ফিরে যান

ব্যাটিং শুরু গ্রীষ্মের, তীব্র গরমে নাভিশ্বাস বঙ্গবাসীর

April 11, 2023 | < 1 min read

তাপমাত্রার পারদ আরও চড়বে,ফাইল চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চৈত্র শেষে কাঠফাটা রোদ, তীব্র গরমে নাজেহাল বঙ্গবাসী। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস জানাচ্ছে, তাপমাত্রার পারদ আরও চড়বে।

আজ মঙ্গলবার, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। আকাশ মেঘলা থাকবে, ফলে গরমে বাড়বে অস্বস্তি। শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। রাতের দিকে আকাশ পরিষ্কার থাকবে।

১১-১৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জানিয়েছেন হাওয়া অফিস। বাংলায় ছয় থেকে সাতটি জেলার তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আজ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। বাকি সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। ১৫ এপ্রিল অর্থাৎ শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Kolkata, #Weather Update, #Hot Wave

আরো দেখুন