একুশের মঞ্চে জনতার মন ছুঁয়ে গেল মমতার যে ১০টি উক্তি

মমতার দশ ভার্চুয়াল ডায়লগ

July 21, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

১। বহিরাগতরা বাংলা চালাবে না। বাংলা বাংলার লোকেরা চালাবে। কেন্দ্রে ক্ষমতায় আছেন বলে গায়ের জোর দেখাচ্ছেন?

২। বিজেপিকে ভোট দিলে ইজ্জত কেড়ে নেয়।  ভাটপাড়ায় গিয়ে দেখুন কী হচ্ছে!

৩। কী চলছে ইউপিতে? পুলিসকেই খুন করে দেওয়া হচ্ছে। যে খুন করল আসামিকেও খুন করে দেওয়া হলো। যাতে এভিডেন্স না থাকে।

৪। আমি কিন্তু যন্ত্র নই আমিও মানুষ। সারা জীবন মার খেতে খেতে এই জায়গায় এসেছি। আজ এসব বলছি কাল অত্যাচার করবে হোক না, আমি জেল, বন্দুক, গুলি এসবে ভয় পাই না।

৫। কখনও বলছে জালিয়ে দাও , কখনও বলছে দাঙ্গা কর, কখনও বলছে পুড়িয়ে দাও। আমি এদের বলি জন্মটা কোথায়? রাজনৈতিক জন্ম? বাংলায় তো চিরকাল আছি কোনোদিনও আপনাদের নাম তো শুনিনি।

৬। কেন্দ্র সরকার টাকা দেয়নি, টাকা কেটে নিয়েছে, কথায় কথায় বঞ্চনা করেছে। বিজেপির রাজত্বে কথায় কথায় প্রবঞ্চনা, লাঞ্ছনা, চক্রান্ত। এ বরদাস্ত করব না করব না করব না।

৭। আমি জানি কিছু চ্যানেলকে টাকা দিয়ে তৈরি করা হয়েছে। ভালো করে রান্না করে কালিয়া বানিয়ে কয়েকটা গন্ডগোলের ঘটনা দেখাবে।

৮। ২০১৯ লোকসভায় কয়েকটা সিট পেয়ে যেন সারা পৃথিবী জয় করে নিয়েছে। লম্ফঝম্প শুরু করেছে

 ৯। একটা দিল্লির সরকার চক্রান্তের অংশীদার। দেশটার সর্বনাশ করে দিয়েছে। কোভিড চলছে NPR-NRC ভুলিনি

১০। একুশে তূণমূলই সরকার গড়বে। ভয় পাওয়ার চিন্তা করার কোনও কারণ নেই, হাম হ্যায় না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen