কোভিডের জন্য এনআরসি ভুলিনিঃ ভার্চুয়াল সভা থেকে হুঙ্কার তৃণমূল নেত্রীর
আজ ছিল ঐতিহাসিক ২১শে জুলাই। এবার তৃণমূল এই সভা করে ভার্চুয়াল পদ্ধতিতে। করোনার আগে এনআরসি ইস্যুতে উত্তাল ছিল সারা দেশ। আজকের সভা থেকে সেই প্রসঙ্গ তুলে নাম না করে বিজেপিকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, আমরা কোভিডের মধ্যে এনআরসির কথা ভুলিনি। নাগরিকত্ব দেওয়ার কাজ ডিএম এর। সবাই নাগরিক। আপনারা নতুন করে কি দেবেন?
উনি আরও বলেন, কাউকে এরা প্রতিবাদ করতে দেয় না। প্রতিবাদ করলেই মুখ বন্ধ করে দেয়। সারা দেশে যত শহিদ পরিবার আছে, তাদের যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, ভয়ে তারা চুপ করে আছে।
রাজ্যের তথা দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও বিজেপিকে দুরমুশ করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘সারাক্ষণ কমপ্লেন করছে। দিল্লি থেকে খালি উসকানি দেওয়া হচ্ছে। বলছে, রাজ্যে নাকি আইনশৃঙ্খলা নেই। সারাদিন ধরে দাঙ্গা, গুন্ডামি, আগুন লাগানোর কথা বলে। আর বলে কিনা রাজ্যে আইনশৃঙ্খলা নেই। উপাচার্যদের শান্তিতে থাকতে দিচ্ছে না। ১৮টা সিট জিতে মনে করছে গোটা বিশ্ব জয় করে ফেলেছে। মানুষের জন্য কি করেছে?’
বিজেপির বিভাজনের রাজনীতি নিয়ে তিনি বলেন, ওরা শুধু বিদ্বেষ সৃষ্টি করছে। উদ্বাস্তুর সাথে এপারের, রাজবংশীর সাথে কামতাপুরীর, হিন্দুর সাথে মুসলমানের। এটা কিসের রাজনীতি? আসামে এনআরসির নাম করে অত্যাচার চলছে। বাঙালি, গোর্খা মাড়োয়ারিদের নাম বাদ দেওয়া হয়েছে।
বিজেপির বাংলাকে বঞ্চনার প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি একটা তুচ্ছ রাজনৈতিক দল, নির্বাচনকে নোংরা খেলায় পরিণত করেছে। আমিও একজন মানুষ। যন্ত্র নয়। আমারও হৃদয় আছে। বারবার লাঞ্ছনা, গঞ্জনা, বঞ্চনা, অপমান, সন্ত্রাস, চক্রান্ত বরদাস্ত আমি করবো না। গায়ের জোরের বিরুদ্ধে অনেকে কথা বলতে ভয় পায়। আমি ভয় পাই না।