গঙ্গার নীচ দিয়ে প্রথম সফর ইস্ট-ওয়েস্ট মেট্রোর, চলতি বছরেই শুরু যাত্রী পরিবহণ?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রবিবার কথা থাকলেও তা হয়নি, কিন্তু বুধবার ইতিহাস তৈরি হল কলকাতার বুকে, দীর্ঘ প্রতীক্ষার পর গঙ্গার নীচ দিয়ে ছুটল মেট্রো। দেশের মধ্যে প্রথম নদীর তলা দিয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রো সফর করল। কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডিসহ মেট্রোর কর্মীরা সফর সারেন। গঙ্গার ৩২ মিটার নীচ দিয়ে ৫২০ মিটার দীর্ঘ টানেল পথ পেরোতে সময় লাগল মাত্র ৪৫ সেকেন্ড। কলকাতা মেট্রোর জিএমের দাবি, সব ঠিকঠাক থাকলে চলতি বছরেই গঙ্গার নীচ দিয়ে শুরু হবে যাত্রী পরিবহণ। পি উদয়কুমার রেড্ডি জানিয়েছেন, এখনই পরীক্ষামূলকভাবে মেট্রো চলাচল শুরু হচ্ছে। আগামী সাতমাস ট্রায়াল রান চলবে। মহড়ার প্রস্তুতি হল গতকাল।
মেট্রোর কর্তারা আশাবাদী, ২০২৩ শেই এই নয়া মেট্রো পথ উপহার পাবে শহরবাসী। প্রাথমিক পর্যায়ে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড স্টেশন পর্যন্ত মেট্রো চালানো হবে। যাত্রী চলাচল শুরু হলে নিত্যযাত্রীদের যাতায়াতে সুরাহা হবে। দেশের প্রথম মেট্রোর জন্য কলকাতা নজির সৃষ্টি করেছে বহু আগেই। এবার গঙ্গার নীচ দিয়ে প্রথম মেট্রো রেকের এই সফল যাত্রা, কলকাতা মেট্রোর মুকুটে নয়া পালক যোগ করল।
গতকাল সকাল ১১টা ৫৫ মিনিট নাগাদ গঙ্গার নীচে ভূগর্ভস্থ সুড়ঙ্গ পেরিয়ে মেট্রোর প্রথম রেকটি হাওড়া ময়দানে পৌঁছয়। অল্প কিছুক্ষণ পরেই দ্বিতীয় রেকটি এসে পৌঁছয়। জানা গিয়েছে, আপাতত হাওড়া ময়দান স্টেশনেই ওই দুটি রেক থাকবে। সেখান থেকেই ট্রায়াল রানের প্রস্তুতি শুরু হবে। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ৪.৮ কিলোমিটার পথে, আগামী কয়েকমাস রেক দু’টিকে চালিয়ে মহড়া চালাবে মেট্রো।