বাঙালির পয়লা বৈশাখ মানেই মিষ্টিমুখ

রঙিন সন্দেশ অথচ স্বাস্থ্যকর উপাদান হোক বা রসের মিষ্টিতে এলাচের স্বাদ হরেক রকমের মিষ্টিই থাকছে এই দোকানগুলোতে।

April 15, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৪৩০ …নতুন বছরে মিষ্টিমুখ করবেন তো? বাংলায় রসের মিষ্টি হলে কেসি দাশ আর সন্দেশ হলে নকুর, আবার বাহারি মিষ্টি হলে বলরাম মল্লিক রাধারমন মল্লিক কে না জানে? কেসি দাশ, বলরাম মল্লিক, নকুরের মিষ্টি দেখলে কি আর নিজেকে আটকে রাখা যায়? সারা বছর শরীরের বিষয়ে সচেতন থাকলেও এক দুটো দিন তো উৎসবের, তাই চেখে দেখুন চোখে দেখুন…

রঙিন সন্দেশ অথচ স্বাস্থ্যকর উপাদান হোক বা রসের মিষ্টিতে এলাচের স্বাদ হরেক রকমের মিষ্টিই থাকছে এই দোকানগুলোতে। আপনার সাধ এবং সাধ্যমতো টপাটপ মুখে পুড়ে নিন।

নববর্ষে নতুন করে নিজেকে ঝালিয়ে নেওয়া যদি আপনার লক্ষ্য হয় তাহলে মিষ্টি খাওয়া থেকে নিজেকে বঞ্চিত না করে বরং ক্যালরি ইনটেক একটু বেশি করে তারপর কিছুটা বাড়তি হাঁটাহাঁটি করে নিন। নতুন বছরের শুভারম্ভ করুন মিষ্টিমুখেই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen