রাজ্য বিভাগে ফিরে যান

বাংলায় প্রফেশনাল ট্যাক্স আদায়ে ১০ শতাংশ বৃদ্ধি, স্পষ্ট বেকারত্ব হ্রাসের ইঙ্গিত

April 16, 2023 | < 1 min read

বাংলায় প্রফেশনাল ট্যাক্স আদায়ে ১০ শতাংশ বৃদ্ধি। ছবি সৌজন্যেঃ Future Generali

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২২-২৩ অর্থবর্ষে বাংলায় প্রফেশনাল ট্যাক্স, বৃদ্ধি পেয়েছে ১০.২৬ শতাংশ। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, কোনও রাজ্যে নতুন চাকরির সংখ্যা বাড়লেই প্রফেশনাল ট্যাক্স আদায়ের হার বাড়ে। বাংলার এই পরিসংখ্যান প্রমাণ করছে, রাজ্যে বেকারের সংখ্যা কমেছে। বর্তমানে গোটা বিশ্ব আর্থিক মন্দার মুখে দাঁড়িয়ে, এমতাবস্থায় বাংলার এই তথ্য-পরিসংখ্যানকে রাজ্যের সাফল্য হিসেবেই দেখছেন আর্থিক বিশেষজ্ঞ মহল।

স্পষ্টত গত অর্থবর্ষে, রাজ্যে চাকরি বেড়েছে। দেশজুড়ে বেকারত্ব চরমে পৌঁছেছে, সেখানেই দাঁড়িয়ে এটাই রাজ্যের বড় সাফল্য। প্রফেশনাল ট্যাক্স বৃদ্ধি পাওয়ায় অর্থদপ্তরের কর্তারা খুশি। প্রসঙ্গত, ১৯৭৮ সালে ১ এপ্রিল বাংলায় প্রথম প্রফেশনাল ট্যাক্স চালু করা হয়েছিল। বাংলায় প্রফেশনাল ট্যাক্স বাবদ ১১০ টাকা থেকে ২০০ টাকা আদায় করা হয়। তাছাড়া এর আগে পরিকাঠামোগত ঘাটতি, সরকারের নীতি এবং প্রফেশনাল ট্যাক্স আইনের দুর্বলতার সুযোগ নিয়ে বৃত্তিকর ফাঁকি দিয়ে এসেছেন এক দল অসাধু নিয়োগকর্তা। ২০২২-২৩ অর্থবর্ষে দপ্তরে বসেই আধিকারিকরা কর আদায়ের কাজ করেছেন। অনুমতি না থাকায় কোনও রকম অভিযান চালানো বা ধরপাকড় করা হয়নি। রেভিনিউ সার্ভিসের আধিকারিকদের মতে, অভিযান চালালে হয়ত আদায়ের পরিমাণ আরও বৃদ্ধি পেত।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #unemployment, #jobs, #employment, #Professional tax

আরো দেখুন