রাজ্য বিভাগে ফিরে যান

তীব্র দহনজ্বালায় জ্বলছে বাংলা, স্বস্তির বৃষ্টি কবে থেকে? জানাল আবহাওয়া দপ্তর

April 17, 2023 | 2 min read

চলতি সপ্তাহেই ভিজতে পারে বাংলার পাঁচটি জেলা। ছবি সৌজন্যে: BCCL

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তীব্র দহনজ্বালায় জ্বলছে বাংলা। পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়েছে ইতিমধ্যেই। গরমের দাপটে নাভিশ্বাস উঠছে বঙ্গবাসীর। অনেকেই বলছেন এল নিনোর প্রভাবে তাপমাত্রা এতটা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ এই পরিস্থিতিতে উষ্ণতা বৃদ্ধির প্রবণতার পাশাপাশি বৃষ্টি কম হওয়ারও সম্ভাবনা থাকে। বৃষ্টির সম্ভাব্য মাত্রা নিয়ে দোলাচল তৈরি হয়েছে।

দক্ষিণবঙ্গে টানা এক সপ্তাহ ধরে তাপপ্রবাহ পরিস্থিতি চলার মতো ঘটনা শেষবার হয়েছিল ২০১৬-র এপ্রিল মাসে। ওই বছর ১২ এপ্রিল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৪১.৩ ডিগ্রি। ২০১১ সাল থেকে এখনও পর্যন্ত এটাই এপ্রিলে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। গত শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৪১ ডিগ্রি। আবহাওয়া দপ্তরের তথ্য বলছে, ২০১৬ সালে এল নিনো পরিস্থিতি ছিল। ২০১৫-১৬ মরশুমে সক্রিয় এল নিনো পরিস্থিতির সৃষ্টি হয়। তার জেরে দেশে বর্ষাকালীন বৃষ্টির পরিমাণ কমে গিয়েছিল। এবারও বর্ষা মরশুমের মধ্যে এল নিনো পরিস্থিতি তৈরি হবে বলে ইতিমধ্যে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে।

এল নিনো পরিস্থিতিতে খরা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে। তবে আবহাওয়াবিদরা বলেন, অতীতে দেখা গিয়েছে, এল নিনো পরিস্থিতিতে দেশে বৃষ্টি স্বাভাবিক হয়েছে। ৬০ শতাংশ ক্ষেত্রে এল নিনো হওয়ার পর বৃষ্টি কম হওয়ার নজির সাধারণভাবে আছে। অনেক সময় এল নিনো সক্রিয়তা কম থাকে। শেষ সক্রিয় এল নিনো ছিল ২০১৫-১৬ সালে। এবার এল নিনো কতটা সক্রিয় হবে, সেব্যাপারে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা আন্তর্জাতিক আবহাওয়া সংস্থাগুলি নিশ্চিত নয়। আবহাওয়াবিদদের একাংশ অবশ্য বলছেন, লা নিনা বিদায় নেওয়ার পর যে এল নিনো আসে, সেটির সক্রিয়তা সাধারণত বেশি থাকে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর অবশ্য জানিয়েছে, এল নিনো এলেও দেশে বর্ষা এবার স্বাভাবিক হবে।

তবে বঙ্গবাসীর জন্য সোমবার কিছুটা হলেও সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহেই ভিজতে পারে উত্তরের পাঁচটি জেলা। বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু কিছু এলাকায়। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী দু’দিন তাপপ্রবাহ জারি থাকবে মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে।

দক্ষিণবঙ্গের জন্য এখনই কোনও সুখবর দিতে পারেনি হাওয়া অফিস। আগামী ৪ দিন দক্ষিণের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। গরম কিছুটা কমতে পারে ২১ তারিখ অর্থাৎ শুক্রবারের পর থেকে।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত ভাবে স্থানীয় মেঘ থেকে হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার এবং শুক্রবার ভিজতে পারে পূর্ব মেদিনীপুর। এ ছাড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় শুক্রবার কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যে আবহাওয়ার পরিস্থিতি বদলাতে পারে শনিবার থেকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Weather forecast, #Rain, #Weather Update

আরো দেখুন