সন্ন্যাসী ফকির বিদ্রোহের নায়ককে নিয়ে শুরু হয় বৈশাখের মেলা, জানুন কোথায়?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উত্তর দিনাজপুরের রায়গঞ্জে রয়েছে পীরপুকুর দরগা। পশ্চিমবঙ্গ সরকারের হেরিটেজ কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুসারে, ১৭৫৮ নাগাদ এই দরগা তৈরি হয়েছিল। আঠারো শতকের সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের নায়ক পীর সৈয়দ বুরাহানের স্মৃতির উদ্দেশ্যে এই দরগা গড়ে উঠেছে। ব্রিটিশদের বিরুদ্ধে গর্জে উঠেছিল সন্ন্যাসী-ফকির সমাজ, সেই স্মৃতি বহন করছে পীরপুকুর দরগা। ছোট ছোট ইটের তৈরি এই দরগার মধ্যে রয়েছে পীরের কবর। যা সারা বছর শালু দিয়ে ঢাকা থাকে। দরগার সামনেই রয়েছে মস্ত এক পুকুর, তাই দরগার নাম পীর পুকুর দরগা। ২০১১ সালে রাজ্যের হেরিটেজ কমিশন একে হেরিটেজ হিসেবে ঘোষণা করে। প্রতি বছর বাংলা নববর্ষ উপলক্ষ্যে এখানে মেলা বসে।
রায়গঞ্জের বাড়োডাঙ্গি গ্রামে ফুটে ওঠে ধর্মীয় সম্প্রীতির ছবি। প্রায় ১০০ বছর ধরে এখানে পীরের পুজা ও মেলা হয়ে আসছে। এই মেলা ঢোলপির মেলা নামেও পরিচিত। পীরের পুজোর আয়োজন করেন হিন্দুরা। এই পুজোকে কেন্দ্র করে মেলা বসে। সত্যপীরের গান ও নাচের আসর বসে। স্থানীয় রাজবংশি সম্প্রদায়ের মানুষজনের উদ্যোগেই মেলা চলে। এখানে বট বৃক্ষের নীচে মাটির ঘোড়া দেওয়ার রেওয়াজ রয়েছে। স্থানীয়দের বিশ্বাস, পুজোয় ঘোড়া দান করলে মনোবাসনা পূর্ণ হয়। শোনা যায়, প্রতিবছর বৈশাখ মাসের ৪ তারিখ পীরের পুজো ও মেলার আয়োজন করা হত। সেই রীতি আজও চলে আসছে।