কলকাতার পর হুগলির হিন্দমোটরে চালু হল ড্রোনের মাধ্যমে ওষুধ সরবরাহের পরিষেবা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দিন দিন বাড়ছে যানজট, এমতবস্থায় জীবনদায়ী ওষুধ দ্রুত সরবরাহ করার অত্যাধুনিক উদ্যোগ নেওয়া হল হুগলির হিন্দমোটরে। চলতি বছরের ফেব্রুয়ারিতে কলকাতায় ড্রোনের মাধ্যমে ওষুধ সরবরাহের পরিষেবা শুরু হয়েছিল। মঙ্গলবার হুগলির হিন্দমোটরে ড্রোনের মাধ্যমে অত্যাধুনিক ওষুধ সরবরাহের ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে শুরু হল।
অ্যাপের মাধ্যমে ওষুধের প্রয়োজন জানালেই গন্তব্যে ওষুধ পৌঁছে দেবে ড্রোন। কানাইয়া মেডিসিন নামক সংস্থার কর্ণধার বিনীত তন্দরি জানিয়েছেন, নানান পরীক্ষা-নিরীক্ষার পর প্রতীক্ষার অবসান ঘটল। গত কয়েক বছর ধরে ওষুধ পৌঁছনোয় দ্রুততা আনার বিষয় নিয়ে বহু পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিলেন তাঁরা।ওষুধ বহনকারী ড্রোনের ওজন ছিল ৩২ কেজি। জানা গিয়েছে, হাওড়া জেলা এবং সংলগ্ন হুগলি জেলার বেশ কয়েকটি এলাকায় ড্রোনের মাধ্যমে জীবনদায়ী ওষুধ পৌঁছে দেওয়া হবে। পরবর্তী সময়ে সমস্ত জেলাকে এই পরিষেবায় অন্তর্ভুক্ত করা হবে। ড্রোন যাতায়াত করবে ১৩২ মিটার উচ্চতায়। মাত্র ৮ মিনিট ২০ সেকেন্ডে হুগলি থেকে ওষুধ হাওড়া পৌঁছবে। ফলে অনেক কম সময়ে ওষুধ পৌঁছবে ক্রেতার হাতে। দিল্লির এক ড্রোন প্রস্তুতকারক সংস্থার ড্রোনগুলো তৈরি করেছেন। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। বলাইবাহুল্য, এতে অল্প সময়ের মধ্যে ওষুধ পৌঁছে যাবে, বহু মানুষ উপকৃত হবেন।