অক্সফ্যাম ইন্ডিয়ার বিরুদ্ধে FIR দায় সিবিআইয়ের, মোদীর রোষেই জেরবার সমীক্ষক সংস্থা?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কিছুদিন আগেই জনপ্রিয় সমীক্ষক সংস্থা অক্সফ্যাম ইন্ডিয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের সুপারিশ করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সে খবর প্রকাশ করেছিল দৃষ্টিভঙ্গি। এবার ওই সমীক্ষক সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই। জানা যাচ্ছে, বিদেশি অনুদান আইন লঙ্ঘনের অভিযোগে এই এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
উল্লেখ্য, করোনাকালীন সময়ে ২০২০ সালে বিদেশি অনুদান আইনে রদবদল আনে মোদী সরকার। স্বরাষ্ট্রমন্ত্রকের অভিযোগ, নয়া নিয়ম কার্যকর হওয়ার পরেও অক্সফ্যাম অন্যান্য এনজিও ও বিভিন্ন সংস্থার অ্যাকাউন্টে বিদেশ থেকে প্রাপ্ত অর্থ হস্তান্তর করেছে। সিবিআইয়ের দাবি, অক্সফ্যাম ইন্ডিয়া ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে নির্ধারিত ব্যাঙ্ক অ্যাকাউন্টের বদলে, সরাসরি বৈদেশিক অনুদান অ্যাকাউন্টে প্রায় দেড় কোটি টাকা গ্রহণ করেছে। চলতি বছরের জানুয়ারিতে মোদী আমলে দেশে শিশু শিক্ষার বেহাল দশা, অর্থনৈতিক বৈষম্য নিয়ে উদ্বেগজনক রিপোর্ট প্রকাশ করেছিল অক্সফ্যাম ইন্ডিয়া। কিছু কিছু মহলের দাবি, নানা সমীক্ষায় মোদী আমলে দেশের কঙ্কালসার অবস্থা তুলে ধরার কারণেই মোদী সরকারের রোষে পড়েছে অক্সফ্যাম ইন্ডিয়ার।