দু-হাজার কেজির ভোগ! নৈহাটির বড়মার মন্দিরে পালিত হল অন্নকূট উৎসব

গতকাল অর্থাৎ বুধবার নৈহাটির বড়মার মন্দিরে পালিত হল বড়মার অন্নকূট উৎসব।

April 20, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
দু-হাজার কেজির ভোগ!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গতকাল অর্থাৎ বুধবার নৈহাটির বড়মার মন্দিরে পালিত হল বড়মার অন্নকূট উৎসব। হাজার হাজার মানুষ এই অন্নকূট উৎসবে সামিল হয়েছিলেন। এদিন মাকে প্রায় দু-হাজার কেজি ওজনের অন্ন ভোগ হিসেবে নিবেদন করা হয়। পুজোর পর সেই অন্ন ভোগ ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। নির্মীয়মাণ মন্দিরের দোতলায় এদিন মায়ের পুজো করা হয়।

পুজো কমিটির সাধারণ সম্পাদক তাপস ভট্টাচার্যের কথায়, তীব্র গরমকে উপেক্ষা করে প্রচুর ভক্ত মাকে দর্শন করতে এসেছিলেন। প্রায় ৩০ হাজার মানুষ অন্নভোগ গ্রহণ করেছেন বলেও জানা তিনি। এদিন সকাল থেকেই দূর-দূরান্ত থেকে বহু মানুষ মন্দিরে এসে লাইন দিয়েছিলেন। ভিড়ের চাপে অরবিন্দ রোডে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। পুজো কমিটির পক্ষ থেকে জলসত্র খোলা হয়। ভক্তদের লেবু জল দেওয়া হয়। উল্লেখ্য, ২০১৪ সাল থেকে অন্নকূট উৎসব আয়োজিত হচ্ছে বড়মার মন্দিরে। হাজার হাজার মানুষ এই উৎসবে অংশগ্রহণ করেন। চলতি বছর বড়মার পুজো ১০০ বছরে পড়বে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen