সমলিঙ্গ বিবাহ নিয়ে বাংলার তরুণ সাংসদের সদর্থক মন্তব্যে উত্তাল সমাজমাধ্যম

ভালোবাসার কোনও গণ্ডি নেই। তাই তিনি যদি তাঁর নিজের মনের মতো জীবনসঙ্গী বেছে নিতে চান, তাহলে সেটা যেন করতে পারেন।

April 21, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
সমলিঙ্গ বিবাহ নিয়ে বাংলার তরুণ সাংসদের সদর্থক মন্তব্যে উত্তাল সমাজমাধ্যম

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বৃহস্পতিবার বিকেলে কলকাতায় একটি সাংবাদিক বৈঠকের শেষে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ। তাঁর মতে, প্রত্যেকেরই নিজের জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার আছে। ভালোবাসার কোনও ধর্ম হয় না। ভালোবাসার কোনও সীমা থাকে না। ভালোবাসার কোনও গণ্ডি নেই। তাই তিনি যদি তাঁর নিজের মনের মতো জীবনসঙ্গী বেছে নিতে চান, তাহলে সেটা যেন করতে পারেন। তিনি অবশ্য মনে করিয়ে দেন যে বিষয়টি আদালতে বিচারাধীন।

অভিষেক আরও বলেন, তিনি যদি পুরুষ হন এবং অপর এক পুরুষের প্রতি আকৃষ্ট হন, অথবা তিনি যদি মহিলা হন ও অপর এক মহিলার প্রতি আকৃষ্ট হন – সেটা যাই হোক না কেন, সেটা নিয়ে মন্তব্য করার কোনও অধিকার নেই কারো নেই। তবে তিনি মনে করেন, প্রত্যেকেরই ভালোবাসার অধিকার আছে, নিজেদের জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার আছে। তিনি আশাবাদী, যে গণতান্ত্রিক কাঠামো এবং যে বৈচিত্র্য গর্ববোধ করেন তাঁরা, সেটার পক্ষে রায় দেবে সুপ্রিম কোর্ট।’

দেখে নিন তাঁর বক্তব্য

স্বাভাবিকভাবেই তাঁর সাহসী বা প্রগ্রেসিভ মন্তব্যে উত্তাল হয়েছে সমাজমাধ্যম।

দেখে নিন ঠিক কী বলা হচ্ছে সমাজমাধ্যম জুড়ে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen