২৮ এপ্রিল মুক্তি পাচ্ছে ইরফান অভিনীত শেষ ছবি ‘দ্য সং অফ স্করপিয়নস’
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সাবলীল অভিনয়, ইরফানকে সমকালীন ভারতের আন্তর্জাতিক অভিনেতা করে তুলেছিল। তাঁর বৌদ্ধিক অভিনয় আজও দর্শকদের মনে জীবন্ত। মৃত্যুর তিন বছর পর ফের নতুন ছবিতে কামব্যাক করছেন ইরফান।
৫৪ বছর বয়সে বিরল ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত হন ইরফান। ২০২০ সাল, চোখ রাঙাচ্ছে করোনা। সেই সময় চলে গিয়েছিলেন এই অভিনেতা। মৃত্যুর কিছু দিন আগেই মুক্তি পেয়েছিল ইরফান অভিনীত ছবি ‘হিন্দি মিডিয়াম’। ২৯ এপ্রিল তাঁর তৃতীয় মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকীতে অভিনেতাকে বিশেষ শ্রদ্ধার্ঘ্য জানাতে, তাঁর মৃত্যুদিনের ঠিক এক দিন আগে মুক্তি পাচ্ছে ইরফান অভিনীত শেষ হিন্দি ছবি ‘দ্য সং অফ স্করপিয়নস’। দু-দিন আগেই ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে।
ছবিটির শুটিং হয়েছিল ২০১৭ সালে। সে বছরেই সুইৎজারল্যান্ড লোকার্নো চলচ্চিত্র উৎসবে ছবির প্রিমিয়ার হয়েছিল। অনুপ সিংহ পরিচালিত এই ছবিতে ইরফান সঙ্গে অভিনয় করেছেন তিলোত্তমা সোম এবং ইরানের অভিনেত্রী গোলশিফতে ফারাহানি। বলিউডের প্রবীণ অভিনেত্রী ওয়াহিদা রহমান অভিনয় করেছেন ছবি। এক আদিবাসী মহিলার জীবনকে ভিত্তি করে তৈরি হয়েছে ছবিটি।
ইরফান অভিনীত এই ছবির মুক্তির খবরে অভিনেতার অনুরাগীরা অত্যন্ত খুশি। সমাজ মাধ্যমে তারা ইরফানকে ফের একবার নতুন ছবিতে দেখতে পাওয়ার আনন্দ ভাগ করে নিচ্ছেন। কেউ কেউ লিখেছেন, প্রথম দিনের প্রথম শোতেই তারা ছবিটি দেখবেন। একদল বলছেন, এটিই প্রয়াত অভিনেতার প্রতি যথার্থ শ্রদ্ধার্ঘ্য।