দেশ বিভাগে ফিরে যান

ডবল ইঞ্জিন না হলেই স্তব্ধ উন্নয়ন- নাড্ডার হুমকিতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত?

April 21, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সম্প্রতি কর্ণাটকে এক নির্বাচনী জনসভায় গিয়ে বিজেপি সভাপতি নাড্ডা বলেন, কর্ণাটক প্রধানমন্ত্রী মোদীর আশীর্বাদ ধন্য। মোদীর আশীর্বাদ আছে বলেই সে রাজ্যের একের পর এক উন্নয়ন হচ্ছে। তিনি দাবি করেন, কর্ণাটকের উপর যাতে মোদীর আশীর্বাদ বজায় থাকে, তা নিশ্চিত করতে ফের বিজেপির জয় দরকার। বিজেপি জয়ী হলেই মোদীর আশীর্বাদ থেকে যাবে। নাড্ডার এহেন মন্তব্যকে অসাংবিধানিক আখ্যা দিয়েছে সে রাজ্যের বিরোধী দল।

নাড্ডার বিরুদ্ধে অসাংবিধানিক হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ করছে কংগ্রেস। তাদের সাফ কথা, এতদিন ধরে বিরোধীরা যা যা বলেছে, তাই সত্য হল। তারা অভিযোগ করছেন, যে রাজ্যে বিজেপি পরাস্ত হয়, সেখানে মোদী সরকার উন্নয়নের জন্য সাহায্য করে না। আর্থিকভাবে সেই রাজ্যকে চাপে রাখা হয়। সাফ কথায় কেন্দ্রের সাহায্য পেতে হলে, বিজেপিকেই জয়ী করতে হবে। এই প্রবণতা রাজ্যে রাজ্যে দেখা যায়, বাংলা যার অন্যতম এক উদাহরণ। অবিজেপি রাজ্যগুলির বিজেপি, বিজেপি শাসিত রাজ্যে অর্থবরাদ্দ এবং উন্নয়ন অনেক বেশি হয়।

বিরোধীদের বক্তব্য, রাজ্যের কাজে রাজ্য সরকারকে কেন্দ্র সরকার সবরকম সাহায্য করবে। এটাই যুক্তরাষ্ট্রীয় কাঠামো। সংবিধান এটাই বলছে। সংবিধান দেশবাসীকে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার ক্ষমতাও দিয়েছে। প্রশ্ন উঠছে, তবে কি উন্নয়ন বন্ধের হুঁশিয়ারি দিয়ে ভোট আদায় করতে চাইছে গেরুয়া শিবির?

TwitterFacebookWhatsAppEmailShare

#Karnataka Election 2023, #bjp, #JP Nadda

আরো দেখুন