ইডেনে মহারণে মুখোমুখি কলকাতা-চেন্নাই, বাধ সাধবে ঝড়-বৃষ্টি?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ অর্থাৎ রবিবার, ২৩ এপ্রিল ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। ম্যাচকে ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। কারণ, ইডেন গার্ডেন্সে সম্ভবত এটিই ধোনির শেষ ম্যাচ। কলকাতা-চেন্নাই দ্বৈরথের চেয়েও, ধোনিকে ঘিরে ক্রিকেট প্রেমীদের উত্তেজনা আরও বেশি। রবিবাসরীয় সন্ধ্যায় ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচের টিকিটের চাহিদাও দেদার।
কোন দল রবিবারের মহারণ জিতবে, তা নিয়ে তর্ক-বিতর্ক ও আলোচনা শুরু হয়েছে। চলতি আইপিএলে ফর্মের নিরিখে, কলকাতার চেয়ে এগিয়ে রয়েছে চেন্নাই। গত শুক্রবার সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে চেন্নাই। অপর দিকে দিল্লির কাছে হেরে হারের হ্যাটট্রিক করেছে কলকাতা নাইট রাইডার্স। মাত্র চার পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে নাইটরা।
কিন্তু আজ কি আদৌ ইডেনের বাইশ গজে খেলা হবে? কারণ চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত, ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর, রবিবার থেকে ঝড়-বৃষ্টি বাড়ার কথাও জানিয়েছে। আজ বিকেল থেকে ঝড়-বৃষ্টি বাড়তে পারে। ফলে বৃষ্টির জেরে বিঘ্নিত হতে পারে কলকাতা এবং চেন্নাই ম্যাচ।