আবারও যন্তর মন্তরে বিক্ষোভে বসলেন দেশের কুস্তিগীররা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আবারও রাজধানীর যন্তর মন্তরে বিক্ষোভে বসলেন দেশের কুস্তিগীররা। দিল্লি পুলিশের সিদ্ধান্তের প্রতিবাদে ফের পুরনো জায়গাতেই বিক্ষোভে বসলেন ভিনেশ ফোগাট, বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা। তাঁদের দাবি, দিল্লি পুলিশ তাঁদের অভিযোগ নিচ্ছে না। সেই কারণেই এই বিক্ষোভ।
উল্লেখ্য, কয়েক মাস আগেই দেশের কুস্তিগীররা দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ দেখিয়েছিলেন। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে রেসলারদের যৌন হেনস্থাসহ আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ করেছিলেন রেসলাররা। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি তৈরি হয়, কিন্তু তদন্ত কমিটি জানায় ব্রিজভূষণ শরণ সিং নির্দোষ। ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগকারীদের মিথ্যাবাদী বলা হয়।
অধুনা অভিযোগ উঠছে, রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে দিল্লি পুলিশ FIR নিচ্ছে না। বিক্ষোভকারী রেসলারদের অভিযোগ, তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। তাঁদের কথায়, ২ মাসের বেশি সময় ধরে অপেক্ষা করার পর তাঁরা অভিযোগ জানাতে গিয়েছিলেন, কিন্তু পুলিশ তাঁদের কোনরকম সাহায্য করেনি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা বিক্ষোভে অনড় থাকবেন বলেও জানা যাচ্ছে।
উল্লেখ্য, ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে তদন্ত শুরু হলেও, রেসলারদের দাবি মেনে তাকে পদ থেকে সরানো হয়নি। ফেডারেশন এখনও তাকে পদে বহাল রেখেছে।