রাজ্যজুড়ে আজও স্বস্তির বৃষ্টি, সপ্তাহান্তে কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিতে কার্যত উধাও হয়েছে তীব্র দাবদাহ। তাপমাত্রা কমাতে কিছুটা স্বস্তি মিলেছে রাজ্যবাসীর। ফিরেছে মনোরম আবহাওয়া। আপাতত ৪দিন রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা নেই বলে জানা যাচ্ছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ২৫ এপ্রিল, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম। আজকেও কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এরপর ২৬ এবং ২৭ এপ্রিল কলকাতার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা থাকবে না। তবে ২৮ এপ্রিল ফের বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। কলকাতার কিছু জায়গায় কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। ২৮ এপ্রিল কলকাতায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যজুড়ে আজও ঝড়বৃষ্টি। চলবে আগামী বুধবার পর্যন্ত। দক্ষিণবঙ্গে আজ দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আগামী ৩ দিন পর থেকে ফের তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঠান্ডার আমেজ তৈরি হয়েছে। আজকেও উত্তরের জেলাগুলিতে ঝড় বৃষ্টি ও শিলা বৃষ্টি হবে বলে জানা গেছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে দমকা হাওয়া।