বৈশাখ মাসের অন্যতম পার্বন গঙ্গা সপ্তমী, জেনে নিন দিনটির মাহাত্ম্য
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গতকাল ছিল গঙ্গা সপ্তমী। কলকাতার বিভিন্ন ঘাটে ঘাটে ভিড় ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে অসংখ্য মানুষ গঙ্গা আরাধনায় ব্রতী হয়েছিলেন। গঙ্গা ভারতে মা রূপে পূজিতা হন।
প্রতি বছর বৈশাখ মাসের সপ্তম দিনে উদযাপিত হওয়া, গঙ্গা সপ্তমী উৎসবটি হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিশ্বাস করা হয়, এই দিনে মা গঙ্গা ব্রহ্মার কমন্ডুল থেকে বেরিয়ে এসে ভগবান শিবের জটায় মিশে গিয়েছিলেন। দিনটি গঙ্গা জয়ন্তী হিসেবেও পালিত হয়। যা জাহ্নু সপ্তমী নামেও পরিচিত।
গঙ্গা সপ্তমীর দিন সূর্যোদয়ের আগে, ভোরে উঠে গঙ্গা স্নান সেরে গঙ্গা আরাধনা করা হয়। কোনও কারণে গঙ্গায় না যেতে পারলে, বাড়ির জলে সামান্য গঙ্গাজল মিশিয়ে মা গঙ্গার ধ্যান করে স্নান করা যেতে। স্নানের পর মা গঙ্গার মূর্তি বা ছবির উপর গঙ্গাজল ছিটিয়ে ফুল, চন্দন, ফল, মিষ্টি ইত্যাদি নিবেদন করা হয়। এরপর ঘিয়ের প্রদীপ জ্বালানোর নিয়ম। মা গঙ্গার স্তোত্র পাঠ করা হয়। মন্ত্র ওম নমো গঙ্গায় বিশ্বরূপিণ্যায় নারায়ণায় নমো নমঃ জপ করুন। পুজোর শেষে, মা গঙ্গার আরতি করে তার কাছে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্যের আশীর্বাদ প্রার্থনা করেন ভক্তরা।
গঙ্গা সপ্তমীতে মা গঙ্গার আরাধনার পুণ্যফল পেতে হলে, গঙ্গার তীরে গিয়ে গঙ্গা স্নান করার পর একজন মানুষকে যথাসম্ভব অন্ন, বস্ত্র, টাকা ইত্যাদি দান করা উচিত। প্রচলিত বিশ্বাস মতে, দান করলে একজন পাপ মুক্তি ঘটে ও পুণ্য লাভ করে।