ইতিহাস গড়লেন বঙ্গ তনয়া, যুব অ্যাথলেটিক্সে সোনা জয় নদীয়ার হিনার
এশিয়ার যুব অ্যাথলেটিক্সে ৪০০ মিটার বিভাগে সোনা জিতেছে রেজওয়ানা মল্লিক হিনা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উজবেকিস্তানের তাসখন্দে বসেছিল এশিয়ার যুব অ্যাথলেটিক্সের আসর। সেখানেই ইতিহাস গড়লেন নদীয়ার রেজওয়ানা মল্লিক হিনা। এশিয়ার যুব অ্যাথলেটিক্সে ৪০০ মিটার বিভাগে সোনা জিতেছে ১৬ বছরের এই কিশোরী। অনূর্ধ্ব-১৮ মহিলা বিভাগে এখন দ্রুততম ভারতীয় দৌড়বিদ হিনাই।
কেবল দেশের জন্য সোনা জয় নয়, পাশাপাশি নজির গড়েছেন তিনি। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন সালওয়া ইদ নাসের দখলে থাকা আট বছরের পুরনো মিট রেকর্ড, শুক্রবার ভেঙে দিয়েছেন হিনা। বেঙ্গালুরুর অর্জুন অজয়ের ছাত্রী, বাংলার মেয়ে হিনা ৪০০ মিটার দৌড়তে সময় নিয়েছে ৫২.৯৮ সেকেন্ড। অন্যদিকে, মেয়েদের ১০০ মিটারে রুপো জিতেছে তামিলনাড়ুর অবিনায়া রাজরাজন। স্প্রিন্ট হার্ডলার বিনোদকুমার গোন্দ এবং বাবেন্দ্র সিংহ ছেলেদের বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন।