লুধিয়ানায় ডেয়ারি কারখানায় গ্যাস দুর্ঘটনা, এখনও অবধি মৃত ৯
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, অর্থাৎ রবিবার সকালে হঠাৎ করেই পঞ্জাবের লুধিয়ানার গিয়াসপুরার শেরপুর চক এলাকার সুয়া রোডের এক কারখানা থেকে বিষাক্ত গ্যাস নির্গত হতে আরম্ভ করে। মুহূর্তের মধ্যেই বিষাক্ত গ্যাস আশেপাশে ছড়িয়ে পড়ায় স্থানীয়দের শ্বাসকষ্ট শুরু হয়। এখনও অবধি খবর, গ্যাস লিকের জেরে ২০ জন অসুস্থ হয়ে পড়েছেন। ইতিমধ্যে কয়েকজন শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে। বাকি ১১ জন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল সাতটা নাগাদ একটি ডেয়ারি কারখানার কুলিং সিস্টেম থেকে বিষাক্ত গ্যাস লিক করা শুরু হয়। ওই কারখানা থেকে নির্গত গ্যাস আশেপাশে ছড়িয়ে পড়তেই স্থানীয়রা অসুস্থ বোধ করতে শুরু করেন। বেশ কয়েকজন জ্ঞান হারান বলেও জানা গিয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দলও ঘটনাস্থলে পৌঁছয়। দ্রুত কারখানা সংলগ্ন এলাকা খালি করা হচ্ছে। কারখানার পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকা এনডিআরএফ এবং পুলিশ ঘিরে রেখেছে।