অনূর্ধ্ব-১৬ এশিয়ান জুনিয়র টেনিসে ডাবলস জয় বাংলার মেয়ে আকাঙ্ক্ষার

এককভাবে তার জয় অধরা থেকে যায়। ডাবলস জয়ের সঙ্গী আহানের কাছেই সিঙ্গলসে পরাজয়ের সম্মুখীন হন আকাঙ্ক্ষা।

April 30, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ক্রীড়া ক্ষেত্রে ফের সাফল্য পেল বাংলা, সাফল্য এল বাংলার মেয়ে আকাঙ্ক্ষার হাত ধরে। প্রথম বাঙালি হিসাবে অনূর্ধ্ব-১৬ এশিয়ান জুনিয়র টেনিসে ডাবলসে জিতে নজির গড়লেন আকাঙ্ক্ষা ঘোষ। অসমের জোরহাটে বসেছিল জুনিয়র টেনিসের আসর। ওই এক প্রতিযোগিতার সিঙ্গলসে ফাইনালেও উঠেছিলেন তিনি। কিন্তু এককভাবে তার জয় অধরা থেকে যায়। ডাবলস জয়ের সঙ্গী আহানের কাছেই সিঙ্গলসে পরাজয়ের সম্মুখীন হন আকাঙ্ক্ষা।

এশিয়ান জুনিয়র টেনিসের ডাবলসের ফাইনালে প্রতিপক্ষ জুটি শার্বস্ত্রি এবং নিশিতার বিরুদ্ধে ৬-২, ৬-২ সেটে জয় ছিনিয়ে নেয় আকাঙ্ক্ষা ও আহান। একই সঙ্গে জোড়া কৃতিত্বের মালিক হলেন বাংলার মেয়ে। তিনি প্রথম বাঙালি হিসেবে এশিয়ান জুনিয়র টেনিসের ফাইনালে উঠলেন এবং ডাবলসে জয় করলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen