রাজ্যের বিভিন্ন সরকারি ভবনে বসছে হেলথ এটিএম, চালু হচ্ছে ক্লাউড ক্লিনিক
যন্ত্রগুলি পাঠাচ্ছে হ্যাল, তারা কোনও রকম টাকা নিচ্ছেন না। এরপর থেকে রাজ্যই যাবতীয় টেস্টের খরচ বহন করবে।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার পাঁচ মিনিটেই পঞ্চান্নখানা প্যাথলজিক্যাল টেস্ট! সৌজন্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কৃত্রিম বুদ্ধিমত্তার দৌলতে সবটাই হবে বিনাখরচে। সুগার, ব্লাড প্রেসার, ইসিজি, লিপিড প্রোফাইল, এইচবিএওয়ানসি থেকে শুরু করে করোনা, ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, টাইফয়েড, ব্লাড গ্রুপসহ নানাবিধ পরীক্ষা করা যাবে। হিমোগ্লোবিন, বিএমআই, ক্রিয়াটিনিনসহ আরও অজস্র সূচক জানা যাবে। চোখ পরীক্ষারও ব্যবস্থা করা হয়েছে। নবান্ন, স্বাস্থ্যভবন, বিকাশ ভবন ও কলকাতা পুরসভার সদর দপ্তরসহ রাজ্যের পাঁচ সরকারি ভবনে এই ব্যবস্থা চালু হচ্ছে। ওই পাঁচ ভবনে রাজ্য সরকার ও বেঙ্গল কেমিক্যালের যৌথ উদ্যোগে দ্রুত রোগ ও রক্তপরীক্ষার যন্ত্র ক্লাউড ক্লিনিক হেলথ এটিএম বসছে। রাজ্যের এহেন উদ্যোগে কয়েক হাজার সরকারি কর্মী এবং পুরসভার কর্মী, আধিকারিকরা উপকৃত হবেন।
ইতিমধ্যেই হেলথ এটিএমগুলি বেঙ্গল কেমিক্যালের ডালহৌসির সদর দপ্তরে পৌঁছে গিয়েছে। মনে করা হচ্ছে, দুসপ্তাহের মধ্যে ক্লাউড ক্লিনিক চালু হয়ে যাবে। যন্ত্রগুলি পাঠাচ্ছে হ্যাল, তারা কোনও রকম টাকা নিচ্ছেন না। এরপর থেকে রাজ্যই যাবতীয় টেস্টের খরচ বহন করবে।
হেলথ এটিএম রোগীর তথ্যাবলী রেকর্ড করে রাখবে। ফলে রোগী পরীক্ষা করালে, সহজেই আগের রিপোর্টের সঙ্গে নতুন রিপোর্টের তুলনা করা যাবে। সমস্ত রিপোর্ট ই-মেল এবং হোয়াটসঅ্যাপে পাঠানোর ব্যবস্থা থাকছে। রিপোর্টের পাশাপাশি রোগীর উপযুক্ত ডায়েট প্ল্যানও জানিয়ে দেবে এটিএম। প্রয়োজনে ডাক্তারের সঙ্গে ভিডিও বা অডিও কলে কথা বলার সুযোগও থাকবে।